West Bengal News Live Updates: 'সন্দেশখালির অপরাধীদের উল্টো ঝুলিয়ে সিধে করব,' হুঁশিয়ারি অমিত শাহর
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই বাইরে বেরিয়ে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিকাণ্ডে বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
কালীঘাটের বাড়ি থেকে প্রচুর কর্মী-সমর্থকে সঙ্গে নিয়ে আলিপুরে থাকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হুগলি জেলার মগরা ও বাঁশবেড়িয়ায় একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে আয়কর হানা। শুক্রবার সকালে কমল দাস, সত্যসাধন শীল, বৈদ্যনাথ সাহা ও অভিজিৎ ঘটক সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন। ইডির গ্রেফতারির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু, তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলা সংক্রান্ত কিছু কাগজপত্র জমা দেননি। তার জেরে ফের নতুন করে হাইকোর্টে ওই কাগজগুলি জমা করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টে ১০ সপ্তাহ পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের শুনানি। অনুব্রত ও সিবিআই দু-তরফই শুক্রবার জামিনের আবেদনের শুনানির জন্য আরও কিছুটা সময় চায়। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত।
সন্দেশখালির ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও FIR দায়ের করতে চায় বসিরহাট জেলা পুলিশ। ইতিমধ্যে তারা যে এফআইআর দায়ের করেছে তার মধ্যে নাম রয়েছে গঙ্গাধর কয়াল, বিজেপি নেত্রী পিয়ালী দাস ও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর। এবার এই বিষয়ে শুভেন্দু অধিকারীর নামেও অভিযোগ করতে চেয়ে পুলিশ কলকাতা হাইকোর্টে যাচ্ছে বলে জানা গেছে সূত্রে। মিথ্যা অভিযোগ জানিয়ে মামলা দায়ের করার বিষয়টি উল্লেখ করে নতুন ধারা যোগ করা হয়েছে এফআইআরে।
সন্দেশখালিকাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মাকে নিশানা করল তৃণমূল। সন্দেশখালির মহিলাদের তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সরকারের মন্ত্রী শশী পাঁজা। রেখা শর্মার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমল। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তাদের।
শুক্রবার ভোর থেকে অক্ষয় তৃতীয়ার পুজো শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। পরিবার-পরিজন ও প্রিয়জনদের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন মানুষ।
ভাইরাল ভিডিও ঘিরে ফের একবার শিরোনামে সন্দেশখালি। কিন্তু, এই ইস্য়ুতে কংগ্রেস কোন দিকে? তা নিয়ে কার্জত কোন্দল বেধে গেছে জাতীয় এবং প্রদেশ কংগ্রেসের মধ্য়ে। সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, কার্যত তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরা। যা নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
ভাইরাল ভিডিওয় সন্দেশখালিতে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানোর দাবি। মামলা তুলতে চাওয়ায় হুমকির অভিযোগে এফআইআর। বিজেপি নেত্রীকে তলব পুলিশের।
সন্দেশখালির একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের। তৃণমূলের হাতিয়ার ভাইরাল ভিডিও। সিবিআই চেয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।
সন্দেশখালিতে বিজেপির জঘন্য ষড়যন্ত্র ফাঁস, আক্রমণে তৃণমূল। ভাইরাল ভিডিও নিয়ে কমিশনে নালিশ। গঙ্গাধরের ভিডিও-র হাত ধরেই তৃণমূলের গঙ্গা যাত্রা সমপূর্ণ হবে। পাল্টা শমীক। ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়ের মধ্যেই মনোনয়ন পেশ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের।
সন্দেশখালিকাণ্ডে বিজেপির ভূমিকা ফাঁস। তৃণমূলের পাশে দাঁড়িয়ে পোস্ট কংগ্রেস মুখপাত্র পবন খেরার।
WB News Live Updates: গোধরা-পুলওয়ামার সঙ্গে তুলনা টেনে আক্রমণে অভিষেক
সন্দেশখালির ভাইরাল-সিরিজে তোলপাড়। গোধরা-পুলওয়ামার সঙ্গে তুলনা টেনে আক্রমণে অভিষেক।
West Bengal News Live: একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ
একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা অভিষেকের। মনোনয়ন জমা সৌগতর। রোড শো করে মনোনয়ন দিলেন তাপস রায়, দেবশ্রী চৌধুরী।
WB News Live Updates: বীরভূমের বিজেপি প্রার্থীর সমর্থনে রামপুরহাটে সভা অমিত শাহর
বীরভূমের বিজেপি প্রার্থীর সমর্থনে রামপুরহাটে সভা অমিত শাহর। এবার তৃণমূলের মাফিয়ারাজ-গুন্ডারাজের বিরুদ্ধে ভোট দেবে মানুষ। মন্তব্য দেবতনু ভট্টাচার্যর।
West Bengal News Live: রামপুরহাটে সভার পরে শুভেন্দুর সঙ্গে অমিত শাহের বৈঠক
রামপুরহাটে সভার পরে শুভেন্দুর সঙ্গে অমিত শাহের বৈঠক
WB News Live Updates: সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙতে বলল হাইকোর্ট
সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙতে বলল হাইকোর্ট