WB News Live Updates : পুজোর আগে কলকাতার রাস্তা পরিদর্শনে ফিরহাদ হাকিম
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম :
- নবান্ন অভিযানে আহত কর্মীদের দেখতে এসে বিস্ফোরক বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক।বললেন, পুলিশের গাড়ি জ্বালিয়েছে তৃণমূল, বিজেপি কর্মীরা পাথর ছোড়েনি । পাল্টা চন্দ্রিমা। বললেন, গাড়ি জ্বালিয়েছে কে, সেটা তো সবাই দেখেছে, নবান্ন অভিযানের নামে গুন্ডামি, বলার জন্য বলা !
- নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, পলাতক বেলডাঙার বিজেপি কাউন্সিলরের ছেলে ও সঙ্গীর খোঁজে কোচবিহারে তল্লাশি লালবাজারের। সঙ্গীও বিজেপি কর্মী, দাবি পুলিশের।
- নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। আহত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল ও সহ পর্যবেক্ষক আশা লাকড়া। শুনলেন অভিযোগ।
- দলে দায়িত্ব দিলে পালন করতে হবে। ক্ষোভপ্রকাশ প্রকাশ্যে নয়। আইসিসিআরের বৈঠক থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।
- নন্দীগ্রামে বিজেপির দখলে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। তৃণমূলকে হারিয়ে ১২টির মধ্যে ১১টিতেই জয় গেরুয়া শিবিরের।
- সমবায় সমিতির নির্বাচনে রণক্ষেত্র নন্দীগ্রাম। বাঁশ লাঠি নিয়ে বাইক ভাঙচুর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার বিজেপির, পাহারা দিয়ে অঞ্চল অফিস থেকে বার করল পুলিশ।
- মালদার রতুয়ায় হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বাম-কংগ্রেস জোটের জয়। ৬টি আসনেই হার তৃণমূল প্রার্থীদের। চাঁচলে ভোট ঘিরে ধুন্ধুমার।
- কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট চায় রাজ্য বিজেপি। প্রয়োজনে আদালতে, জানালেন সুকান্ত। ব্যর্থতা ঢাকার চেষ্টা বিজেপির, পাল্টা কুণাল।
- টিটাগড়ে সন্ত্রাসের শিকার স্কুলও। বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের ৩জন স্কুলেরই প্রাক্তন ছাত্র, দাবি পুলিশের। ব্যক্তিগত আক্রোশেই বোমাবাজি, দাবি সিপির।
WB News Live : যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
নবদ্বীপের চরব্রক্ষ্মনগরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। তার পরিবারের অভিযোগ, রবিবার ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল কর্মী সহ ৪ জন। সেই অপমানেই আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের।গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্থানীয় তৃণমূল কর্মীকে
WB News Live :মশলা কারখানায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা
ভেজাল ভোজ্য হলুদ সহ মশলার কারখানায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, চালের গুঁড়োর সাথে রং মিশিয়ে হলুদ তৈরির অভিযোগ। নদিয়ার কল্যাণী থানার সগুনা উত্তর পাড়া এলাকায় একটি ভোজ্য মশলা তৈরির কারখানায় জেলা ইবির হানা।
WB News Live : পুজোর আগে কলকাতার রাস্তা পরিদর্শনে ফিরহাদ হাকিম
কলকাতার কোন রাস্তার কেমন দশা? পুজোর আগে সরেজমিনে পরিদর্শনে বেরোলেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভাকে ১৪৯টি খারাপ রাস্তায় তালিকা দিয়েছিল কলকাতা পুলিশ। ২০ সেপ্টেম্বরের মধ্যে সেইসব রাস্তা মেরামতির ডেডলাইন বেঁধে দেন মেয়র। সেই কাজ কতদূর এগোল, এদিন পুরসভা ও কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন ফিরহাদ হাকিম। সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার-সহ উত্তর কলকাতার একাধিক রাস্তা পরিদর্শন করেন তিনি।
WB News Live : যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর, বাড়ি ফিরে আত্মঘাতী যুবক
নবদ্বীপের চরব্রক্ষ্মনগরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর। বাড়ি ফিরে লজ্জায় আত্মঘাতী অমিত দেবনাথ। পরিবারের অভিযোগ, গতকাল অমিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে স্থানীয় তৃণমূল নেতা। তার পরিবারের লোককে ভুলবশত মিসকল দেওয়ায় মারধর করা হয় অমিতকে, দাবি স্থানীয়দের।
WB News Live : ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের বেআইনি পুকুর ভরাটের কাজ
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় জোরকদমে চলছে পুকুর ভরাটের কাজ। উদাসীন পুর কর্তৃপক্ষ।