WB News Live: বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ
West Bengal News Live : জেলা থেকে রাজ্য, দুপুর থেকে গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।
LIVE
Background
আইসিডিএস (ICDS) কর্মীদের আন্দোলনে অবরুদ্ধ ধর্মতলা (Esplanade)। স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ। স্তব্ধ যান চলাচল।
বকেয়ার দাবিতে অভিষেক (Abhishek Banerjee) সহ সাংসদ-দল নিয়ে মোদির কাছে মমতা। কেন্দ্র-রাজ্য আধিকারিক পর্যায়ের বৈঠক করে সমাধান প্রস্তাব প্রধানমন্ত্রীর (Narendra Modi), জানালেন মুখ্যমন্ত্রীর।
আবাস থেকে স্বাস্থ্য, বকেয়া চেয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার মুখ্যমন্ত্রীর (Chief Minister)। পাল্টা রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে মোদিকে চিঠি শুভেন্দুর। খতিয়ান নিয়ে গেলেন নবান্নে।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) দফতরে 'খাজানা'। তল্লাশিতে মিলেছে মন্ত্রীর স্ত্রী-মেয়ে ও নাতির নামে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও এলআইসি ও ২টি সম্পত্তির নথি, দাবি ইডির।
সল্টলেকে অরণ্য ভবনে মিলল ধান ব্যবসার রসিদ। উদ্ধার লুকিয়ে রাখা ৮০০টি ব্ল্যাঙ্ক ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার। বন দফতরে বসে ধানের ব্যবসা চালাতেন জ্যোতিপ্রিয়, অনুমান ইডির।
রাজ্যে আরও এক দলবদলু বিধায়কের বাড়িতে আয়কর হানা। এবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া বায়রন বিশ্বাসের (Byron Biswas) সম্পত্তিতে নজর। একাধিক ঠিকানায় চলছে তল্লাশি।
কর ফাঁকির (Income Tax Raid)) অভিযোগ। সুতিতে নির্মীয়মাণ কেমিক্যাল হাব-স্কুল-কলেজ-কারখানা-সহ বায়রনের একাধিক ঠিকানায় তল্লাশি। সকাল থেকে টানা তল্লাশি
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তলব সত্ত্বেও আজ সিজিও কমপ্লেক্সে গেলেন না পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর। ৫ দিন সময় চাইলেন ইডির (ED) কাছে।
উপরাষ্ট্রপতিকে উপহাস কল্যাণের (Kalyan Banerjee)। তীব্র নিন্দা রাষ্ট্রপতির। সাংবিধানিক পদকে অপমান বেদনাদায়ক, ফোনে বলেছেন প্রধানমন্ত্রী, নিজেই জানালেন ধনকড়।
উপরাষ্ট্রপতিকে কল্যাণের অপমানের অভিযোগে কাল দেশজুড়ে প্রতিবাদের ডাক বিজেপি (BJP)।
WB News Live: সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী পাচ্ছেন সাহিত্য একাদেমি পুরস্কার
ঘোষিত সাহিত্য একাদেমি পুরস্কার। ২৪টি ভাষায় সাহিত্যকর্মে দেওয়া হচ্ছে এই পুরস্কার। উপন্যাসে বিভাগে এই পুরস্কার পাচ্ছেন বাংলার সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী
West Bengal Live News: রাজ্য সরকারের অপশাসন, পুলিশি সন্ত্রাসের অভিযোগে বিজেপির থানা অভিযানে ধুন্ধুমার
রাজ্য সরকারের অপশাসন, পুলিশি সন্ত্রাসের অভিযোগে বিজেপির থানা অভিযানে ধুন্ধুমার। খড়গপুর টাউন থানা ঘেরাও করে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ। ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
WB News Live: কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হল ক্রিসমাস কার্নিভাল
কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হল ক্রিসমাস কার্নিভাল। ১২ দিনব্যাপী এই কার্নিভাল বা উৎসব হবে ইছাপুরে ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে। ২২ ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
West Bengal Live News: পার্ক সার্কাসের মারুতি বাগান এলাকায় ঝুপড়িতে আগুন
পার্ক সার্কাসের মারুতি বাগান এলাকায় ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই ছাই ৩টি ঝুপড়ি। দমকলের ৪টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।
WB News Live: বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ
বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, টাকার পাহাড়ের হদিশ। সূত্রের খবর, সাগরদিঘির বিধায়কের বাড়িতেই ৬০ লক্ষ টাকার হদিশ।