WB News Live Updates: এবার প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ উঠল কুলতলিতে
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে প্রতিমা দর্শনে তুমুল ভিড়। বেলুড় মঠ, নয়াদিল্লির রামকৃষ্ণ মিশনে ধুমধামের সঙ্গে আরতি। (Durga Puja 2025)
মাঝেমধ্যেই বৃষ্টি, তবু পাল্লা দিয়ে বাড়ল ভিড়। বছরের সেরা উৎসব শেষের পথে। আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় নামল মানুষ।
মহানবমীতে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী। অংশ নিলেন আরতিতে, বাজালেন কাঁসর। চালতাবাগান, ৯৫ পল্লি, ত্রিধারার পুজো ঘুরে দেখলেন অভিষেক। (Mamata Banerjee)
শ্রীভূমিতে ঢাক বাজালেন মন্ত্রী সুজিত বসু। সুরুচিতে অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাকের বোলে মাতলেন সৌরভ। এলেন প্রসেনজিৎ, আবির, যিশুরা। বাজালেন ঢাক।
দশমী-একাদশীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি দাপট দেখাবে উত্তরেও। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি। (Weather Updates)
শ্রীভূমিতে স্ত্রী ডোনাকে নিয়ে প্রতিমা দর্শনে সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গে প্রতিমা দর্শনে সপরিবারে এলেন দাদা স্নেহাশিস।
উনআশি বছরে জমজমাট নর্থ বম্বে সর্বজনীন। পুজোর মণ্ডপে হাজির সুনীল শেট্টি। ঘুরে গেলেন সুরকার প্রীতম-সহ একঝাঁক তারকা।
প্রান্তভাবনায় সেরা যাদবপুর সুলেখা মোড়ের শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘর পুজো। রূপকল্পে সেরার শিরোপা বুড়ো শিবতলা জনকল্যাণের।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আনন্দ দ্বিগুণ। উৎসবের মরশুমে আরও ৩ শতাংশ DA ঘোষণা কেন্দ্রের। রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ। (DA Increase)
ষড়যন্ত্রের শিকার RSS. স্বাধীনতার পর ধ্বংস করার চেষ্টা হয়েছিল। দিল্লিতে সঙ্ঘের শতবর্ষের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
ভারতকে শুল্ক-চাপ দিতে গিয়ে, নিজেই বিপাকে ট্রাম্প! সরকার চালাতে টাকা বরাদ্দ না হওয়ায় আমেরিকায় শাটডাউন ঘোষণা হোয়াইট হাউসের। বন্ধ বেশিরভাগ দফতর। (Donald Trump)
Sindoor Khela: দিল্লির চিত্তরঞ্জন পার্কে সিঁদুরখেলায় মাতলেন মহিলারা
নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কে সিঁদুরখেলায় মাতলেন মহিলারা।
Kasim Bazar News: কাশিমবাজার রাজবাড়িতে দর্পণে বিসর্জন
কাশিমবাজার রাজবাড়িতে দর্পণে বিসর্জন। দশমীর সমস্ত উপাচার সম্পন্ন হওয়ার পর মাতৃ প্রতিমা বিসর্জন। সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজ পরিবারের সদস্য়রা।






















