West Bengal News LIVE: জোর করে নথি ও ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী, বিবৃতি ED-র
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
LIVE

Background
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি-অফিসে ED-র তল্লাশি। আচমকা হাজির মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি, কোনও পার্টি অফিসকে টার্গেট করা হয়নি। সাংবিধানিক পদে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন। বিবৃতি ইডির।
West Bengal News: 'কেন IPAC-এ মুখ্যসচিব?'
ইডির অভিযান। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী ও সিপি। সেক্টর ফাইভেও আইপ্যাকের অফিসে মমতার সঙ্গে হাজির মুখ্যসচিব, ডিজিপি। যা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'পার্টি অফিস বাঁচাতে চিফ সেক্রেটারি, কমিশন নোট করে রাখুক'
West Bengal News: শাসানি-বিতর্কে নতুন ভিডিও
বিডিওর উদ্দেশে হুমকি দেওয়ার আগে, তাঁর ঘরের দরজা লাথি মেরে খুলে দেন রাহুল খান। বিডিওকে ঘরে না পেয়ে অন্য ঘরে গিয়ে দেন হুমকি। ভাইরাল ভিডিও ঘিরে ফের বিতর্কে ডোমকলের যুব তৃণমূল নেতা। এদিনও অভিযুক্তর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকালই অভিযুক্ত নেতার পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।






















