West Bengal News Live Updates: পরীক্ষা বাতিল ও চাকরি ফেরতের দাবিতে চাকরিহারা শিক্ষকদের একাংশের বিধানসভা অভিযান
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
বিধানসভা অভিযানের ডাক। রাস্তায় ফের নামলেন চাকরিহারা শিক্ষকরা।
সল্টলেকের সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন চতুর্থ দিনে। প্রবল গরমে অনশন মঞ্চে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ। ভর্তি করা হল হাসপাতালে।
ফের উত্তপ্ত বিধানসভা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় উত্তেজনা। বিজেপির বিক্ষোভ, সাসপেন্ড মনোজ ওরাওঁ। সতর্ক করা হল শঙ্কর ঘোষকে। প্রতিবাদে ওয়াক আউট।
৩ চিকিৎসকের পোস্টিং বিতর্কে আদালতে প্রশ্নের মুখে রাজ্য। পোস্টিং মেধাভিত্তিক, নাকি মর্জিমাফিক? সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? প্রশ্ন বিচারপতি বসুর।
৩ চিকিৎসকের পোস্টিং বিতর্কে রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ। আগামী ২৪ জুন এই মামলার শুনানি।
খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই তেরশো দোকান। আর্থিক সাহায্য, নতুন বাজার গড়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী যাওয়ার পরে ব্যবসায়ীদের বিক্ষোভ।
নেই জলের রিজার্ভার, অগ্নি নির্বাপণ ব্যবস্থা। সরকারি বাজারের বেহাল দশা। কেন পুরসভা পরিচালিত বাজারে আগুন নেভানোর পরিকাঠামোই তৈরি করা হয়নি? উঠছে প্রশ্ন।
WB News Live: পেশায় কারখানার শ্রমিক, মাসিক আয় মাত্র সাড়ে ৯ হাজার টাকা, অথচ তাঁর নাকি সাত কোটি টাকা জিএসটি বাকি
পেশায় কারখানার শ্রমিক। মাসিক আয় মাত্র সাড়ে ৯ হাজার টাকা। অথচ তাঁর নাকি সাত কোটি টাকা জিএসটি বাকি। তাই বকেয়া আদায় করতে ডোমজুড়ে তার বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি। এমনই তাজ্জব ঘটনায় বিপর্যস্ত ডোমজুড়ের যুবক কার্তিক রুইদাস।
West Bengal News Live: 'ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বানিয়ে দেবে সরকার, এর জন্য কোনও ব্যবসায়ীকে পয়সা দিতে হবে না', খিদিরপুরে বললেন মুখ্যমন্ত্রী
'ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বানিয়ে দেবে সরকার। এর জন্য কোনও ব্যবসায়ীকে পয়সা দিতে হবে না। যাঁদের দোকান পুরোপুরি পুড়ে গেছে, তাঁদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য। নতুন বাজার বিজ্ঞানসম্মতভাবে গড়া হবে, সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকবে। যাঁদের দোকান অর্ধেক পুড়েছে, তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। একটা সার্ভে করে, আর্থিক সাহায্য দেওয়া হবে', খিদিরপুরে গিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






















