West Bengal News Live Updates: ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে চার-চারটি বাঙ্কার, ভিতরে মিলল প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপের বোতল
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
আমৃত্যু কারাদণ্ড নয়, রাজ্য সরকারের পর সঞ্জয়ের ফাঁসি চায় CBI-ও। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি।
রাজ্যের পথে হেঁটে পরিবারকে না জানিয়েই কি হাইকোর্টে সিবিআই? কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েই প্রশ্ন পরিবারের।
না জানিয়েই রায় চ্যালেঞ্জ?
প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ অভয়ার বাবা-মার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি।
আর জি কর ধর্ষণ-খুনে পুলিশের তদন্ত নিয়ে এবার প্রশ্ন শিয়ালদা কোর্টের বিচারকের। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ IO. বেনজির ব্যবস্থা নিতে কমিশনারকে সুপারিশ।
আর জি কর-কাণ্ডের মধ্যেই প্রকাশ্যে মালদার আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! বাড়িতে কেউ না থাকার সুযোগে বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার।
সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য-সিবিআই-২ পক্ষই। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে কুলতলিকাণ্ডের দোষী। তড়িঘড়ি রায়ের অভিযোগ, সোমবার শুনানি।
প্রসূতি মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের ধারায় FIR, ২ ডাক্তারকে সিআইডির জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যালের বদলে অন্য জায়গায় থাকার অভিযোগে তলব।
মেদিনীপুরের পর স্যালাইনকাণ্ড কলকাতার রাজপথে শুভেন্দু। কলেজ স্কোয়ার থেকে মিছিল। প্রসূতির পরিবারকে নিয়ে গেলেন রাজভবনে।
স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে প্রতিবাদ মিছিলে তুলকালাম। মীনাক্ষী-সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা।
দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছে করে না। ফের বিস্ফোরক কল্যাণ, নিশানায় কারা?
অভিষেকের সেবাশ্রয়ের বাস্তবতা নিয়ে এবার প্রশ্ন খোদ বিধানসভার অধ্যক্ষের!
রাতারাতি বদলে গেল তৃণমূলের ক্যালেন্ডার, মমতা-অভিষেকের ছবির মাপই নেপথ্যে?
গোবলয়ের বাহুবলীদের আস্ফালন এবার বাংলায়! শূন্যে পরপর গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা! আমন্ত্রিত তৃণমূল নেতা থেকে পুলিশ।
ভিড়ে ঠাসা অনুষ্ঠানের উদ্বোধনে শূ্ন্যে গুলি! লাইসেন্স থাকার দাবি পুলিশের। বাজেয়াপ্ত বন্দুকও বাজেয়াপ্ত। খোঁজ নেই মানিকচকের সেই বন্দুকবাজদের।
শক্তি প্রদর্শনে মানিকচকের টিপটপ ক্লাবের অনুষ্ঠানে পরপর গুলি! বিতর্কের মুখে পরে এলাকায় যাওয়ার দাবি তৃণমূল নেতার।
বল ভেবে খেলতে গিয়ে বসিরহাটে বিস্ফোরণ, আহত ২ ছাত্র। পুলিশের ফায়ারিং ট্রেনিংয়ের পরে পড়ে থাকা শেল ঘিরে বিপত্তি। ১ ছাত্রকে আনা হল আর জি করে।
কলকাতা থেকে হাওড়া। আতঙ্ক বাড়িয়ে হেলে পড়া একের পর এক বহুতলের ছবি প্রকাশ্যে। কোথাও একের ঘাড়ে আরেক ফ্ল্যাট। কোথাও লোহার বিমের ঢাল!
বাঘাযতীনের পরে তপসিয়া। ফের বহুতলে আতঙ্ক। ট্যাংরায় হেলে পড়া বহুতলের কী ভবিষ্যত? তদন্ত রিপোর্টের অপেক্ষায় পুরসভা।
রডন স্ট্রিট-ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে ধস নেমে গভীর গর্ত। দিনে লোহার পাত, রাতে ব্যারিকেডের আড়াল। এখনও কোনও মেরামতির কাজই শুরু না হওয়ার অভিযোগ।
গাফিলতির অভিযোগে বর্ধমানের হাসপাতালে তুলকালাম। পুলিশ থেকে স্বাস্থ্যকর্মীদের মার। রেহাই পেলেন না চিকিৎসককেও। ৯জন গ্রেফতার।
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অবসাদে শিশুকন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের? পাশের ঘরে তাও কিছু টের পেলেন না বাবা? তদন্তে বর্ধমান থানার পুলিশ।
ওয়াকফ বিল নিয়ে ফের বিজেপি-তৃণমূল সংঘাত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে পর এবার নিশিকান্ত দুবের সঙ্গে কল্যাণের বচসা। ১০ বিরোধী সাংসদ সাসপেন্ড।
সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই অনুপ্রবেশে হঠাৎ সক্রিয়তা। উত্তর ২৪ পরগনার হেমনগরে গ্রেফতার ৩ বাংলাদেশি। ত্রিপুরায় গ্রেফতার ৭।
পাচারের আগেই বিএসএফের অভিযান। নদিয়ার সীমান্তবর্তী মাজদিয়ায় কলেজের সামনে বাগান খুঁড়তেই থরে থরে বোতল বন্দি নিষিদ্ধ কাফ সিরাপের হদিশ!
রেল সেতুর মেরামতির জন্য বন্ধ বালি ব্রিজের একাংশ। অফিস টাইমে তুমুল যানজটে আজও যাত্রীদের ভোগান্তি।
ফের জঙ্গলমহলে বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে মাইকে প্রচার বন দফতরের। জঙ্গলে না যাওয়ার আবেদন।
WB News Live: সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাঙ্কার, কীভাবে নজর এড়িয়ে তৈরি হল?
সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাঙ্কার। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ৪টি বাঙ্কারের হদিশ। ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে পর পর বাঙ্কার। কৃষ্ণগঞ্জে আমাবাগানের মধ্যে মাটির নীচে, ঘরের ভিতর বাঙ্কার। মাটির তলায় বাঙ্কারের মধ্যে লোহার কন্টেনার। বাঙ্কারের ভিতরে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। শুধুই কি নিষিদ্ধ কাফ সিরাপ রাখতে মাটির তলায় বাঙ্কার? না কি অনুপ্রবেশকারীদের বাঙ্কারে লুকিয়ে রাখা হত? বাঙ্কারে কি শুধুই কাফ সিরাপ থাকত? নাকি অস্ত্রও রাখা হত? প্রজাতন্ত্র দিবসের আগে ঘনীভূত বাঙ্কার-রহস্য। কলেজের সামনে আমবাগানে মাটির তলায় কীভাবে বাঙ্কার? কীভাবে নজর এড়িয়ে তৈরি হল একের পর এক বাঙ্কার? ওপার থেকে এপারে লাগাতার উস্কানির মধ্যে কোথায় নজরদারি?
West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা
এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ দক্ষিণ রায়পুরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডল। আজ সকাল ১১টা নাগাদ রায়পুর স্কুল মোড়ে ৩ জন বাইকে করে এসে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতাকে কলকাতার CMRI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বছর চারেক আগে, ২০২১-এর ১৭ মে, যুব তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল গুলিবিদ্ধ হন। সেই সময় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলে বলে অভিযোগ উঠলেও শাসকদল ব্যবসায়িক বিবাদের দাবি করে।






















