West Bengal News Live Updates: কসবাকাণ্ডে তৃণমূল বিধায়ক মদন মিত্রর মন্তব্যে তোলপাড়
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
কসবা কাণ্ডে কলকাতায় বিজেপির প্রতিবাদ মিছিলে ধুন্ধুমার। আটক সুকান্ত সহ বিজেপি নেতাকর্মীরা।
কসবায় কলেজে গণধর্ষণের অভিযোগ। ধৃতদের মোবাইল থেকে উদ্ধার নির্যাতনের ভিডিও। খবর পুলিশ সূত্রে। ভিডিও দেখিয়েই হুমকি দিয়েছিল অভিযুক্ত।
ক্যাম্পাসেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কলেজের বুধবারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের। প্রায় সাড়ে সাত ঘণ্টার ফুটেজ বাজেয়াপ্ত। খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খবর পুলিশ সূত্রে।
কসবা ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এবার গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী। ঘটনা ঘটার সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট রক্ষী।
গার্ডরুমেই গণধর্ষণের অভিযোগ। কোথায় ছিলেন রক্ষী? গার্ডের কাছে সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ করেছিলেন নির্যাতিতা। কেন তথ্যগোপন? প্রশ্ন রক্ষীর বিরুদ্ধে।
কসবাকাণ্ডে বিস্ফোরক বয়ান কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের।
ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। কসবার কলেজে নতুন করে বসছে সিসি ক্যামেরা। ঘটনাস্থল ও তথ্যপ্রমাণ সুরক্ষিত রাখতে পুলিশের নির্দেশে সিসিক্যামেরা বসাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। খবর পুলিশ সূত্রে।
সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক টিম। ছেঁড়া চুল ও ধস্তাধস্তির প্রমাণ মিলেছে, খবর সূত্রের।
গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে করা হবে মেডিকো লিগাল পরীক্ষা। ৩ জনের শরীরে ধস্তাধস্তি, নখের আঁচড়, আঘাতের চিহ্ন জানতে পরীক্ষা।
কসবায় কলেজে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন তৃণমূল বিধায়ক অশোক দেব।
ফের কসবা ল কলেজের সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের। থানার সামনেও প্রতিবাদ-বিক্ষোভ।
ল'কলেজে 'গণধর্ষণ'। তৃণমূল সরকারকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর অর্জুনরাম মেঘাওয়ালের।
কসবা কাণ্ডেও রাজ্যে ফের টিম পাঠাচ্ছে বিজেপি। চার সদস্যের দল যাবে কসবার ল' কলেজে। রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাকে।
সিপির পর এবার মুখ্যসচিব। কসবা কাণ্ডে মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। ৩ দিনের মধ্যে নির্যাতিতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট তলব। পরিবারের সুরক্ষার সুপারিশ।
আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, রিপোর্ট চাইল শিক্ষা দফতর। হতবাক এবং মর্মাহত' প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। নিরাপত্তার গাফিলতি খুঁজে বার করার নির্দেশ।
কালীগঞ্জের ভোট-হিংসায় বালিকাকে খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত গাওয়াল শেখ, তার দুই ছেলে-সহ ৪। গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯। ৫ দিন পরেও অধরা ১৫।
বকেয়া DA নিয়ে আরও ৬ মাস সময় চায় রাজ্য। প্রতিবাদে তৃণমূলের শহিদ দিবসের দিনই পাল্টা কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচি। ২৮ জুলাই নবান্ন চলোর ডাক।
ভোটার তালিকায় নাম তুলতে বাবা-মার বার্থ সার্টিফিকেট। কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে ফের সরব তৃণমূল। NRC চালুর চেষ্টা, সম্মিলিত প্রতিবাদ করবে ইন্ডিয়া জোট, ঘোষণা তৃণমূলের।
বিহারের নালন্দায় ব্যবসায়ীকে খুন করে পশ্চিমবঙ্গে গা ঢাকা! কলকাতা ও শহরতলি থেকে গ্রেফতার অভিযুক্ত ৪।
টানা বৃষ্টির জের। পাঁশকুড়া হুড়মুড়িয়ে ভাঙল মাটির দোতলা বাড়ি। চাপা পড়ে মৃত্যু ২ মহিলার। মাটি সরিয়ে প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার দেহ।
বর্ষার শুরুতেই নদীবাঁধে ধস। গোসাবার কুমিরমারিতে সারসা নদীর বাঁধের প্রায় ৩০০ ফুট ক্ষতিগ্রস্ত। প্লাবনের আশঙ্কায় স্থানীয়রা। শুরু মেরামতি।
সোমবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস হাওয়া অফিসের।
লোড টেস্টের কারণে দুপুর ২টো থেকে ৪০ ঘণ্টা বন্ধ থাকবে নিউ আলিপুর ও চেতলা সংযোগকারী দুর্গাপুর ব্রিজ। ঘোরানো হবে সমস্ত গাড়ি। প্রবল ভোগান্তির আশঙ্কা।
West Bengal News Live: লালবাজারের সামনে তুমুল উত্তেজনা, বিজেপির বিক্ষোভ-অবস্থান
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত মজুমদার। রাজ্যে সভাপতির গ্রেফতারে লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হল ৩ বিজেপি কাউন্সিলরকে। ১৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রাথমিক ভাবে এই তিনজনকে আটক করা হয়েছে বলে খবর।
WB News Live: কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা, গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা। গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। বেল বন্ডে সই করতে নারাজ সুকান্ত মজুমদাররা। লালবাজারের সামনে অবস্থান-বিক্ষোভ বিজেপির। কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড। সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। গণতন্ত্রের কণ্ঠরোধ, আক্রমণ সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা। হিটলারের মতো আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সুকান্ত।






















