West Bengal News LIVE: সল্টলেকে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি, দেড় কোটি টাকা লুঠের অভিযোগ
WB News LIVE Updates: ধর্মের ভিত্তিতে খুন, হিনদু জেনে পরপর হত্যা। মৃত বাংলার তিন।

Background
সল্টলেকে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেড় কোটি টাকা লুঠের অভিযোগ উঠল ডাকাতদের বিরুদ্ধে। নম্বর প্লেটহীন স্কুটার দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া
করে। পুলিশের দিকে বন্দুক তাক করে চম্পট দেয় ডাকাতরা।
Weather Today: শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মালদা--দক্ষিণবঙ্গের এই ৬টি জেলায় তাপপ্রবাহ
গরমে হাঁসফাঁস কলকাতার বাসিন্দারা। এর মধ্যেই শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মালদা--দক্ষিণবঙ্গের এই ৬টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শনি-থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি। রবিবার থেকে
আবহাওয়া বদলাতে পারে।
Siliguri News: ভয়াবহ দুর্ঘটনা সেবকের কাছে
ভয়াবহ দুর্ঘটনা সেবকের কাছে। বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ তেলের ট্যাংকরের। বাস উল্টে গিয়ে আহত কুড়িজনের মতন। ড্রাইভার সহ এক যাত্রী ভর্তি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে






















