West Bengal News LIVE: পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: জঙ্গিদের সেফ প্যাসেজ দেওয়ার নির্দিষ্ট পরিকল্পনা? বারামুলা, অখনুর সেক্টরে টানা পাঁচদিন ধরে গুলি চালাচ্ছে পাকিস্তান। জবাব দিচ্ছে ভারতও।ভারতীয় প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। এয়ার স্ট্রাইকের ভয়ে ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় বিমান চলাচল কাল পর্যন্ত নিষিদ্ধ। পহেলগাঁওকাণ্ডের জবাবে ভারতের সামরিক হামলা আসন্ন। পরমাণু-অস্ত্রের আস্ফালনের মধ্যেই বলছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। সেনাকে তৈরি থাকার নির্দেশ। কাশ্মীরে গণহত্যা, জঙ্গিদের মদত দিয়ে ঘরেই বিদ্রোহের মুখে পাক সেনা প্রধান! ২ মে মাধ্যমিক, ৭ মে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। বেলা সাড়ে ১২টায় ফলপ্রকাশ। দুপুর ২টো থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। পরের দিন মার্কশিট। কাল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজ যজ্ঞে থাকবেন মুখ্যমন্ত্রী।
Pahalgam Attack: পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু হত্য়ার ঘটনায় আরও স্পষ্ট হল পাক-যোগ
পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু হত্য়ার ঘটনায় আরও স্পষ্ট হল পাক-যোগ। সূত্রের খবর, হামলাকারীদের অন্য়তম হাশিম মুসা ছিল পাক সেনার সদস্য। পাক সেনাবাহিনীতে হাশিম মুসা পরিচিত ছিল আসিফ 'ফৌজি' নামেও। সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী SSG (স্পেশাল সিকিউরিটি গ্রুপ)-এর কমান্ডো ছিল হাশিম মুসা। তদন্তকারীদের সন্দেহ, ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে আক্রমণের ঘটনায় হাশিম বা তার দল জড়িত থাকতে পারে। পাশাপাশি রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্য়ে হাশিম ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
Kashmir Attack: পাকিস্তানের বিরুদ্ধে সরব রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের ডেপুটি এনভয় যোজনা পটেল
পহেলগাঁওতে হিন্দু পর্যটক নিধন, পাকিস্তানের বিরুদ্ধে সরব রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের ডেপুটি এনভয় যোজনা পটেল। রাষ্ট্রপুঞ্জে তিনি বলেন, এটা দুর্ভাগ্য়জনক যে, একটি নির্দিষ্ট প্রতিনিধি দল অপপ্রচার এবং ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য় ফোরামের অপব্যবহার এবং এটিকে দুর্বল করার চেষ্টা করেছে।






















