West Bengal News Live Updates: ইডির শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানি শুরু, পার্থ চট্টোপাধ্যায় সহ সব অভিযুক্তর আদালতে সশরীরে হাজিরা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবরের আপডেট দেখুন একনজরে।

Background
পর পর জালে জঙ্গি, উৎসবের মরসুমে বাংলায় আশঙ্কার মেঘ! ক্য়ানিং থেকে ধৃত জঙ্গিকে পাঠিয়েছিল লস্কর হ্য়ান্ডলার। পাকিস্তান থেকে অস্ত্র পাচারের রুট দেখতে এসেছিল, গোয়েন্দা সূত্রে দাবি।
লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। ৯ মাস ধরে করাচিতে IED তৈরির ট্রেনিং। তারপর ভারতে ফিরে জঙ্গিদের প্রশিক্ষণ। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদের আরও কীর্তি প্রকাশ্যে।
আনসারুল্লা বাংলা থেকে তেহরিক উল মুজাহিদিন। বঙ্গে পাকড়াও একের পর এক জঙ্গি। অসমে ধৃত নুর ইসলামেরও বাংলা-যোগ। মুর্শিদাবাদ, ফালাকাটা গোপন বৈঠক করেছিল কোকরাঝাড়ের বাসিন্দা নুর।
অসমে অপারেশন প্রঘাতে STF-এর জালে আনসারুল্লা বাংলার আরও ২ জঙ্গি। ধৃত আব্দুল জাহির ও সাবির মৃধা ২জনই কোকরাঝাড়ের বাসিন্দা। উদ্ধার আগ্নেয়াস্ত্র, IED তৈরির সরঞ্জাম।
ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক। ওপার বাংলা থেকে ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলা টিম। গোপন সূত্রে পেয়ে রাতেই হানা অসম এসটিএফের।
পাসপোর্ট-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। আদালতে বিস্ফোরক দাবি সরকারি আইনজীবীর।
পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও ১। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও। উদ্ধার একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড।
বাংলাদেশি জঙ্গিদের টার্গেট শুভেন্দু, পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার।
শুভেন্দুর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে এবার বিস্ফোরক অর্জুন।
১১ দিন পার, এখনও অধরা বাগুইআটিতে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। শাসক বলেই ছাড়? পুলিশ ধরছে না, না কি ধরতে চাইছে না? লোকদেখানো তল্লাশি? কেন ব্যবস্থা নিচ্ছে না দল? উঠছে প্রশ্ন।
IC কেস মিটমাট করে নিতে বলেছিল। বিস্ফোরক অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। এমন কোনও অভিযোগ জানা নেই, লিখিত অভিযোগ পেলে তদন্ত, বিধাননগর কমিশনারেট সূত্রে খবর।
আর জি কর কাণ্ডে এখনও মেলেনি বিচার। কবে সাপ্লিমেন্টারি চার্জশিট CBI-এর? কেন ছাড়পত্র দিচ্ছে না রাজ্য? প্রশ্ন তুলে আজ সিজিও, নিজাম, নবান্নে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের। কলকাতার মেয়রের কাছেও আবেদন।
পুরুলিয়ার রাইকা পাহাড় লাগোয়া এলাকাতেই রয়েছে বাঘিনী। খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। এলাকায় আতঙ্ক। হিঙ্গলগঞ্জে পর্যটকদের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল।
WB News Live: রাজ্য়জুড়ে বিজেপির সদস্য় সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে কালঘাম বঙ্গ বিজেপির
রাজ্য়জুড়ে বিজেপির সদস্য় সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে কালঘাম বঙ্গ বিজেপির। বাঁকুড়ায় বিজেপির সদস্য় সংগ্রহ করলে পুরস্কার মেলার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে। চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে ১৫০ জন বিজেপির সদস্য সংগ্রহ করলে একটি মোদি জ্য়াকেট। ৭৫ জন সদস্য় সংগ্রহ করতে পারলে মিলবে ১০০ টাকা। বাঁকুড়ায় বিজেপির বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক।
West Bengal News Live: জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরে ব্যবসায়ী হোটেল ও বাড়িতে তাণ্ডব
জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরে ব্যবসায়ী হোটেল ও বাড়িতে তাণ্ডব। ব্যবসায়ীর বাড়ি ও হোটেলে ভাঙচুর। সুশীল সাহা নামে অপর ব্যবসায়ীর বিরুদ্ধে দুষ্কৃতীদের নিয়ে হামলার অভিযোগ।






















