West Bengal News Live : জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ?
WB News Live : রাজ্যের প্রতি প্রান্তের খবরের আপডেট দেখুন এখানে।
LIVE
Background
কলকাতা : হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রশ্ন করায় পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সরকারকে। শনিবার, দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান।
এখনই জাঁকিয়ে শীতের আমেজ পাবেন না শহরবাসী। তার জন্য় অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ আরও নামবে কলকাতার তাপমাত্রা।
CID জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করা হয়েছে কি না তা পরীক্ষা করতে বেসরকারি হাসপাতাল, অ্যাপলোতে গেলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। পরীক্ষার পর রিপোর্টে শরীরে কোনও বিষক্রিয়া প্রয়োগ করার প্রমাণ মিললে আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেন বিজেপি নেতা।
কসবার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় এক ট্য়াক্সি চালক আহমেদ গ্রেফতার। ওই ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। হামলার ঘটনায় ট্য়াক্সিচালকের ভূমিকা থাকতে পারে বলে, সন্দেহ লালবাজারের।
তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
লটারি-কাণ্ডে কলকাতা-চেন্নাইয়ে ইডির ম্যারাথন অভিযান। প্রায় ৯ কোটির হদিশ! তিন দিন ধরে তল্লাশি রাসবিহারী মোড়ের কাছে আবাসনে। কলকাতা চেন্নাই থেকে প্রায় ৯ কোটির হদিশ।
রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করার অভিযোগ। টাকা নেওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন একজন। গতকাল বীরভূমের পাঁড়ুই থানার মোহুলা গ্রামে রেশন দোকানের এক কর্মীর শেখ মুন্নুর ছেলেক ডেকে নিয়ে যায় চা খাওয়ার নাম করে। অভিযোগ, তারপর পাঁড়ুই গ্রামে নিয়ে গিয়ে তাঁকে গাড়িতে তুলে অপহরণ করে বলে অভিযোগ। এরপরই রেশন ডিলারের কাছে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
মুখ্যমন্ত্রীর 'অলিম্পিক' মন্তব্যের ভিডিও পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 'মমতার দাবি, অলিম্পিকে ভারত সোনা পায়নি! কী লজ্জার! মুখ্যমন্ত্রীর মন্তব্য অসম্মানজনক। অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি মুখ্যমন্ত্রী! আমার সন্দেহ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সাফল্যকে খাটো করে দেখানোই মমতার লক্ষ্য', আক্রমণ বিরোধী দলনেতার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
West Bengal News Live : জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ?
জমি বিবাদেই কি কসবায় কাউন্সিলরের উপর হামলা ? জমি দখল করেছিল, তাই হামলা, দাবি গুলজারের। সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ।
West Bengal News Live : বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন', অনুব্রতর নেতৃত্বেই চলবে কোর কমিটি
বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই 'ক্যাপ্টেন'। অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। ১৫ ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটির বৈঠক: সূত্র ।অভিষেকের বার্তার পরে এক টেবিলে কেষ্ট-কাজল।
West Bengal News Live : 'ভাল কাজ করে, আস্থা আছে মানুষের', সুশান্তর উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া কসবার বিধায়কের
ভাল কাজ করে, আস্থা আছে মানুষের। সুশান্তর উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া কসবার বিধায়কের।
West Bengal News Live : কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার, হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল
কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ।
বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।
West Bengal News Live : কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার, হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল
কাল আর জি কর-কাণ্ডে ১০০ দিন, এখনও মেলেনি বিচার। হাইল্যান্ড পার্কে নাগরিক সমাজের ডাকে মিছিল। ভিক্টোরিয়ার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ।
বিচার চেয়ে ১০০টি মোমবাতি জ্বালিয়ে ১০০ সেকেন্ড নীরবতা পালন। কলকাতা মেডিক্যালেও ১০০টি মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি। আর জি কর মেডিক্যালেও বিচারের দাবিতে জ্বালানো হল মোমবাতি।