West Bengal News Live Updates: শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, সমালোচনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
দফায় দফায় সংঘর্ষ, সন্ধের পরে রাতে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন! রাতের অন্ধকারে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগাল কারা? এখনও ধোঁয়াশা। (Jadavpur University Clash)
তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। SFI-এর বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর। থানায় অভিযোগ ওয়েবকুপার। (WBCUPA)
শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম আন্দোলনকারী ছাত্র। যাদবপুরে ব্রাত্য়র গাড়ির বনেটে উঠে বিক্ষোভ। তারমধ্যেই ছুটল মন্ত্রীর গাড়ি। (Bratya Basu)
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। ক্যাম্পাসে রক্ত ঝরল ছাত্রের। গোটাটাই বানানো। দাবি অরূপের। (Kolkata News)
শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, সমালোচনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। বললেন, "ছাত্রদের উপরে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন...এত হিংস্র কী করে হতে পারেন?" (Aroop Biswas)
শুধু শিক্ষামন্ত্রী নন, যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশের গাড়ির ধাক্কায় আহত হওয়ার অভিযোগ সাঁকরাইলের তৃণমূল নেতার ছেলের!
শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পৌছতেই স্লোগান SFI-র। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ। ভাঙল মন্ত্রীর গাড়ির কাচ। বনেটে জুতো!
যাদবপুর ক্যাম্পাসে সংঘর্ষ, আক্রান্ত শিক্ষামন্ত্রী। SFI-এর অবরোধের পাল্টা তৃণমূলের মিছিল। মুখোমুখি দু-পক্ষ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সোমবার ছাত্র ধর্মঘটের ডাক SFI-এর। (SFI News)
তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের সঙ্গে SFI-এর হাতাহাতি। ধুন্ধুমার যাদবপুর ক্যাম্পাসে। (CPM News)
রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী। এসএসকেএমে চিকিৎসা। কুণাল ঘোষ বললেন, "প্রাণঘাতী হামলা।" মহম্মদ সেলিম বললেন, "এ তো পুরনো স্ক্রিপ্ট।" (TMC News)
ক্যাম্পাসে ধুন্ধুমার। এক মিনিটে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার অরূপ বিশ্বাসের। বললেন, "১ মিনিটে দখল করব....আগামীকাল পথে নামব।" (Trinamool News)
যাদবপুরে তুলকালাম। ক্যাম্পাসে সংঘর্ষ। বাইরে SFI-এর অবরোধে যানজট। আন্দোলনকারীদের সঙ্গে ভুক্তভোগীদের বচসা।
যাদবপুরে আক্রান্ত ব্রাত্য, আঁচ জেলায় জেলায়। দিনহাটায় তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ। তাণ্ডব দুর্গাপুরেও।
অস্ত্র মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরতে গিয়ে ফের আক্রান্ত উর্দি! চোপড়ায় পুলিশের হাত থেকে প্রাক্তন পঞ্চায়েত সদস্যদকে ছিনিয়ে নিল অনুগামীরা।
চোপড়ায় পুলিশের হাত থেকে অভিযুক্ত তৃণমূল নেতাকে ছিনতাই। ঘটনার পর এলাকায় ধরপাকড়। গ্রেফতার ১১।
তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে রণক্ষেত্র মুচিপাড়া। বেছে বেছে কাউন্সিলর অনুগামীদের গ্রেফতারের অভিযোগ। একটা ঘটনায় গ্রেফতার, দাবি পুলিশের।
মুচিপাড়ায় অনুগামীদের ধরপাকড়ের অভিযোগ, নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর!
ভোটার তালিকায় 'ভূত', তাড়াতে নামল তৃণমূল। নেত্রীর নির্দেশে চেতলায় বাড়ি বাড়ি ঘুরলেন ফিরহাদ। ভবানীপুরেও ভোটার তালিকা নিয়ে এলাকায় কাউন্সিলর। (Voter List Row)
শিক্ষক থেকে তৃণমূল নেতা। একই এপিক কার্ডে উত্তরপ্রদেশের বাসিন্দার নাম। মাথাভাঙায় ভোটার তালিকায় একাধিক গরমিল। দিনহাটায় তালিকা নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন উদয়ন।
একই এপিক নম্বরে দু'জন ভোটার! মুর্শিদাবাদের রানিনগরে একাধিক ভোটারের এপিক কার্ডে হরিয়ানার বাসিন্দাদের নাম। তালিকায় দেড়শোরও বেশি গরমিল।
ডিজিটাল অ্যারেস্টের নামে দেশজুড়ে প্রতারণার জাল। ঝুলছে প্রায় হাজার খানেক মামলা। ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হল চক্রের অন্যতম পাণ্ডাকে।
বাগুইআটির পরে ট্যাংরা। ফের তোলা না দেওয়ায় আক্রান্ত প্রোমোটার। ২ লক্ষ চেয়ে হুমকি। না দেওয়ায় হামলার অভিযোগ।
ব্যারাকপুরে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। খুনের উদ্দেশ্যেই ইচ্ছাকৃতভাবে গাড়ির ধাক্কা। অভিযোগ পরিবারের। ঘাতক গাড়ির খোঁজে পুলিশ।
বারাসাতে ক্লাবের গন্ডগোল। TMCP নেতার হাতেই আক্রান্ত তৃণমূলের ওয়ার্ড সভাপতি। ভাইরাল মারধরের ছবি। গ্রেফতার অভিযুক্ত।
বেহালার শকুন্তলা পার্কে বাবা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। অটিজমে আক্রান্ত ছিলেন মেয়ে। ডিপ্রেসনের জেরে মেয়েকে খুন করে আত্মঘাতী বাবা? তদন্তে পুলিশ।
বেহালার পর মধ্যমগ্রাম। বাড়ির দুই ঘরে মিলল মা ও শিশুকন্যার দেহ। উদ্ধার সুইসাইড নোট। স্বামীকে জিজ্ঞাসাবাদ।
Kolkata News: শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, সমালোচনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য
শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুরের ছাত্র, সমালোচনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। ছাত্রদের উপরে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিলেন, এত হিংস্র কী করে হতে পারেন? প্রশ্ন শান্তা দত্তের।
Cooch Behar: কোচবিহারের মাথাভাঙায় 'ভূতুড়ে' ভোটার! খোদ তৃণমূল বুথ সভাপতির এপিক নম্বরে গরমিল!
কোচবিহারের মাথাভাঙায় 'ভূতুড়ে' ভোটার! খোদ তৃণমূল বুথ সভাপতির এপিক নম্বরে গরমিল! মাথাভাঙার বুথ তৃণমূল সভাপতির এপিক নম্বরে উত্তরপ্রদেশের বাসিন্দার নাম। মাথাভাঙায় ৫০ জন 'ভূতুড়ে' ভোটারের হদিশ। 'ভূতুড়ে' ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছে তৃণমূল।






















