West Bengal News LIVE Updates: ভর সন্ধেয় বেলঘরিয়ায় চলল গুলি, জনবহুল এলাকায় চরম আতঙ্ক
West Bengal News Updates: সব খবরের আপডেট পেতে চোখ রাখুন...

Background
ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।
রাজ্যের অন্যান্য খবরগুলি এক নজরে-
আর জি কর মেডিক্যালের নার্সিং হস্টেলে আত্মহত্যার চেষ্টা, তৃতীয় বর্ষের নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা
খাস কলকাতায় অস্ত্র ভাণ্ডারের হদিশ। মুঙ্গের থেকে শিয়ালদার বৈঠকখানা। হাত বদলের আগেই এসটিএফের অভিযান। উদ্ধার 7MM পিস্তল, ৯০ রাউন্ড গুলি! গ্রেফতার ঝাড়খণ্ডের দুষ্কৃতী।
মুঙ্গের থেকে খাস কলকাতায় বিপুল অস্ত্র। নেপথ্যে কারা? উদ্দেশ্য কী? রাজ্যের রাজধানী কি অপরাধের মুক্তাঞ্চল? প্রশ্ন বিরোধীদের। শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র বোঝাই ব্যাগ হাতে দুষ্কৃতী। আতঙ্কিত স্থানীয়রা।
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ফরাক্কা থেকে গ্রেফতার বৈষ্ণবনগরের পঞ্চায়েত সদস্য। গাইঘাটা থেকেও অস্ত্রসহ গ্রেফতার যুবক।
সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে যায়, দাবি গ্রামবাসীদের। ঘটনার পর সিভিক ভলান্টিয়ারের বাড়ি ভাঙচুর।
West Bengal News LIVE Updates: বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'
ভর সন্ধেয় বেলঘরিয়ার ফিডার রোডে 'গুলি'। ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীদের গুলি, অভিযোগ স্থানীয়দের। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে, আরেক দুষ্কৃতী ২ রাউন্ড গুলি চালায়। গুলি চালিয়ে বাইকে করে খড়দার দিকে চম্পট ২ দুষ্কৃতীর, দাবি স্থানীয়দের। ফিডার রোডের মতো জনবহুল এলাকায় 'গুলি', আতঙ্কে এলাকাবাসী।
West Bengal News LIVE Updates: নন্দীগ্রাম দিবসে তরজা
নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গোকুলনগরের করপল্লিতে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করল তৃণমূল ও বিজেপি। মঞ্চ থেকেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাল তারা। শহিদ স্মরণকে কেন্দ্র করেই প্রকাশ্য়ে এল বিজেপির কোন্দল।






















