West Bengal News Live Updates: জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল
WB News Live Updates: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহর ভাগ্য ঝুলে আদালতে। জেরা করতে সাত দিনের জন্য হেফাজতে চাইল ইডি। শুনানি শেষে মঙ্গলবার রায়দানের দিন নির্ধাররণ বিচারকের।
নথি চাওয়া হলেও মন্ত্রী সময়ে পাঠাননি কারামন্ত্রী। চার্জশিটের পর তড়িঘড়ি নথি জমা। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। প্রভাবশালী তত্ত্বে চন্দ্রনাথকে হেফাজতে চেয়ে সওয়াল ইডির।
নথি চাওয়া হলেও কেন সময়মতো দেননি? চার্জশিট জমা দেওয়ার পর তড়িঘড়ি কীভাবে নথি জমা? চন্দ্রনাথের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। তদন্তে সহযোগিতা করতে পারতেন, মন্তব্য বিচারকের।
কম সময়ে ইডির চাওয়া নথি জমা দেওয়া যায়নি। চার্জশিট জমা দেওয়ার পর পুরনো কী তদন্ত? তথ্যপ্রমাণ, নথির জন্য মুখোমুখি বসানোর প্রয়োজন নেই। পাল্টা সওয়াল চন্দ্রনাথের আইনজীবীর।
পাঁশকুড়ায় জাতীয় মহিলা কমিশন। হাসপাতাল সুপার, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা প্রতিনিধিদের। কথা নির্যাতিতা ও তাঁর মায়ের সঙ্গেও। বৈঠক হতে পারে পুলিশ সুপারের সঙ্গেও।
নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন। দু-দিনেও গ্রেফতারি শূন্য। কল্যাণী এইমসে ময়নাতদন্ত। পরিকল্পিত খুন, অভিযোগ শুভেন্দুর।
রামপুরহাটে নাবালিকা ছাত্রীর মৃত্যুতে তদন্তে ফরেন্সিক দল। ধৃত অভিযুক্ত শিক্ষকের বাড়িতে চার সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল। বাড়ি থেকে নমুনা সংগ্রহ।
জঙ্গলমহলে ফের কুড়মি আন্দোলনের আঁচ। ST তালিকাভুক্ত করা-সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল-রাস্তা অবরোধের ডাক কুড়মিদের। ঝাড়খণ্ডে আটকে পড়ল একাধিক ট্রেন।
নদিয়ার বীরনগরে ছাত্রীকে অপহরণ করে কুপিয়ে নৃশংস খুন। জঙ্গলে উদ্ধার দেহ। গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক। প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যান করায় খুন, দাবি পরিবারের।
ফের রাজ্যে NIA-র অভিযান। মধ্যমগ্রাম ও পেট্রাপোলে ওড়িশার NIA দল ও বেঙ্গল STF এর হানা। মানব পাচার মামলার তদন্তে মুদ্রা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি।
জগদ্দলের উচ্ছেগড়ে কাঁকিনাড়ায় ব্যবসায়ী খুন কাণ্ড। ৭ দিন পর ঘটনাস্থলে উদ্ধার পচাগলা দেহ। পালাতে গিয়ে সুড়ঙ্গে আটকে মৃত্যু, নাকি খুন। ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ।
ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাঙালি শ্রমিকের। কেরলে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বারাসাতের শ্রমিকের। তিনতলা থেকে পড়ে মাথায় চোট। হাসপাতালে মৃত্যু।
রাজধানীতে এনকাউন্টার। রোহিণীতে বিহান থানার পুলিশের অপারেশন। পুলিশের সঙ্গে ৫ দুষকৃতীর গুলির লড়াই। গুলিতে জখম ২ দুষকৃতী। গ্রেফতার তিন।
পুজোয় বৃষ্টির ভ্রুকুটি। তৃতীয়াতে বঙ্গোপসাগরে নিম্নচাপ। নবমীর রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কাল মহালয়াতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
West Bengal News Live: ব্লক কমিটি ঘোষণা হতেই পদ থেকে তৃণমূল বিধায়কের ইস্তফা
ব্লক কমিটি ঘোষণা হতেই পদ থেকে তৃণমূল বিধায়কের ইস্তফা। হাওড়া গ্রামীণ তৃণমূল চেয়ারম্যানের পদে বিধায়কের ইস্তফা। আমতা, উলুবেড়িয়া উত্তর, সাঁকরাইলের ব্লক সভাপতি নিয়ে সংঘাত। 'বর্তমান সভাপতিদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। বৈঠকের আগেই হঠাৎ জেলা কমিটি ঘোষণা, প্রতিবাদে পদত্যাগ', জেলা কমিটির চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়ে দাবি বিধায়ক সমীর পাঁজার।
WB News Live: জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল
জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল। তৃণমূলের নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা। তৃণমূলের যুব, মহিলা, শ্রমিক সংগঠনেও নতুন পদাধিকারী। হাওড়া শহর, হাওড়া গ্রামীণ, আরামবাগ, শ্রীরামপুর, পূর্ব বর্ধমান। বাঁকুড়া, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুরে তৃণমূল নেতৃত্বে রদবদল।






















