West Bengal News LIVE Updates: 'তৃণমূলের দুষ্কৃতীদের সতর্ক করছি, বেরোনোর আগে ইনস্যুরেন্স করে বেরোবেন', হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: ভোটপ্রচারে আজ বাংলায় দুই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহ। দ্বিতীয় দফার ভোটপ্রচারে আজ দার্জিলিঙে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় প্রার্থী রাজু বিস্তের সমর্থনে সভা করবেন শাহ। বাংলায় আজ ৩ সভা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। শিলিগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। এদিন তিনি বলেন, 'বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। মমতার জমানায় চৈতন্যদেব, সুভাষচন্দ্রের বাংলার কী অবস্থা। সন্দেশখালির মতো ঘটনা মানবতার লজ্জা। আজ সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত। মমতাদিদি খাদি পরেন, তার আড়ালে লুঠ করেন'।
West Bengal News LIVE Updates: 'তৃণমূলের দুষ্কৃতীদের সতর্ক করছি, বেরোনোর আগে ইনস্যুরেন্স করে বেরোবেন', হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর
তৃণমূলের দুষ্কৃতীদের সতর্ক করছি। বাড়ি থেকে বেরোনোর আগে ইনস্যুরেন্স করে বেরোবেন। প্রিয়জনেদের মুখ দেখে বেরোবেন। রবিবার হাওড়ার বামিহাটিতে রামনবমীর মিছিল থেকে হুঁশিয়ারির এই সুরই শোনা গেল বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের গলায়। পাল্টা জবাব দিয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
WB News LIVE Updates: কাঁথিতে বিজেপির প্রচার মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তি অব্যাহত। কাঁথিতে বিজেপির প্রচার মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারেও বিজেপি নেতাকে মারধর ও দোকানে ভাঙচুর করা হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
West Bengal News LIVE Updates: 'তোলা' না দেওয়ায় জলপাইগুড়ির রিসর্টে তালা লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
'তোলা' না দেওয়ায় জলপাইগুড়ির রিসর্টে তালা ! তৃণমূলের বিরুদ্ধে রিসর্টে তালা লাগানোর অভিযোগ। 'ভোটে খরচের জন্য টাকা চেয়েছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি।' 'দাবি মতো টাকা না দেওয়ায় রিসর্টে তালা তৃণমূলের।' অভিযোগ নাগরাকাটার রিসর্ট মালিকের। 'রিসর্টে অবৈধ কাজ চলত, স্থানীয়রাই তালা লাগিয়ে দিয়েছেন।' অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক দলের ।
WB News LIVE Updates: আসানসোলের ৯০ নং ওয়ার্ডে অস্থায়ী হাটে অগ্নিকাণ্ড
আসানসোলের ৯০ নং ওয়ার্ডে অস্থায়ী হাটে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই ৪৫টি দোকান। ঘটনাস্থলে গিয়ে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন প্রাক্তন সিপিএম সাংসদের। তৃণমূলের বরো চেয়ারম্যানের সঙ্গে বচসা বংশগোপাল চৌধুরীর।
West Bengal News LIVE Updates: সুজন চক্রবর্তী ও তন্ময় ভট্টাচার্যর সমর্থনে প্রচার করলেন গৌতম দেব
দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সমর্থনে প্রচার করলেন গৌতম দেব।