West Bengal News Live:দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, সরাসরি প্রভাব পড়বে না বাংলায়
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দেওয়ায় রণক্ষেত্র কল্যাণী। আটক বিজেপি বিধায়ক-সহ ১৬। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ।
আর জি করকাণ্ডের ১০০ দিন পার। দ্রুত বিচারের দাবিতে উল্টোডাঙা থেকে সিপিএমের সিজিও অভিযান।
আর জি করের নিহত নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে রাজ্যই। না করলে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করা যায়, হাইকোর্টে জানাল কেন্দ্র।
বাঁকুড়া শহরে প্রশাসনের নাকের ডগায় গন্ধেশ্বরী নদীর গর্ভেই চলছে বেআইনি নির্মাণ। খোঁড়া হচ্ছে ভিত। স্থানীয় বাসিন্দাদের হইচইয়ে টনক নড়ল পুরসভার। কাজ বন্ধ করালেন নির্দল কাউন্সিলর।
ঘাটাল শহরে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, দাবি জেলা তৃণমূলের।
আমেরিকায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ। আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। বেআইনি কিছু করা হয়নি, দাবি শিল্পগোষ্ঠীর।
ওঁকে বাঁচাচ্ছেন প্রধানমন্ত্রী, গ্রেফতার করতে হবে আজই। এই ইস্যু তোলা হবে সংসদে। ঘোষণা রাহুলের।
অস্বস্তির মুখে আমেরিকায় বন্ড ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করল আদানি গ্রুপ। পাল্টা আমেরিকায় মার্কিন শিল্পপতি জর্জ সোরোসের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগে সরব অমিত মালব্য।
হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরায় রক্তাক্ত দেহ। ট্রেনের বাঙ্কে চাদর চাপা দেওয়া অবস্থায় তবলা শিল্পীর উদ্ধার। ট্রেনেই খুন, কোথায় নিরাপত্তা, প্রশ্ন পরিবারের।
শীতের শুরুতেই দূষণ নিরিখে দিল্লির পিছনে কলকাতা। সবুজে মোড়া বোট্যানিক্যাল গার্ডেন্সের দূষণ পিছনে ফেলল ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। উদ্বেগ বাড়িয়ে ঘরে ঘরে শ্বাসকষ্ট-জ্বর।
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। দু'দিনের মধ্যেই পরিণত হতে পারে নিম্নচাপে।
WB News Live Updates: শীতের শুরুতেই দূষণ নিরিখে দিল্লির পিছনে কলকাতা
শীতের শুরুতেই দূষণ নিরিখে দিল্লির পিছনে কলকাতা। সবুজে মোড়া বোট্যানিক্যাল গার্ডেন্সের দূষণ পিছনে ফেলল ব্যারাকপুর, দাশনগরের মতো শিল্পাঞ্চলকে। উদ্বেগ বাড়িয়ে ঘরে ঘরে শ্বাসকষ্ট-জ্বর।
WB News Live Updates: দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, সরাসরি প্রভাব পড়বে না বাংলায়
দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আগামী কয়েকদিন বজায় থাকবে শীতের আমেজ। কলকাতায় ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
WB News Live Updates: ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে সন্দেহভাজন ঢুকে পড়ার অভিযোগ
৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে সন্দেহভাজন ঢুকে পড়ার অভিযোগ
সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজনের ছবি
'৩ বার বাড়িতে ঢোকে সন্দেহভাজন, আতঙ্কে আছি', দাবি সুদর্শনা মুখোপাধ্যায়ের
পুলিশে অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ
WB News Live Updates: পার্টি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতে উত্তেজনা ছড়াল শান্তিনিকেতনের শ্রীনিকেতনে
পার্টি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাতে উত্তেজনা ছড়াল শান্তিনিকেতনের শ্রীনিকেতনে। প্রথমে একদল পার্টি অফিসের দখল নিয়ে তালা ঝুলিয়ে দিলেন। পরে, আরেকদল এসে তালা ভেঙে ঢুকে পড়লেন। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই সামলাতে আসরে নামতে হল পুলিশকে।
WB News Live Updates: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে
ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার
সম্ভাবনা নেই। যদিও অঘ্রাণের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রির নিচে পারদ। উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে। তবে সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং দুই দিনাজপুরে