WB News Live: কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক, আক্রমণে মমতা
West Bengal News Updates : জেলা থেকে জেলা, সব খবর সবার আগে।

Background
কলকাতা : কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর খেজুরির প্রচার সভা ঘিরে উত্তেজনা ছড়াল। একদিকে, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। পাল্টা পুলিশের বিরুদ্ধে সভার মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তুলল গেরুয়া শিবির।
সুপ্রিম কোর্টেও ধোপে টিকল না রাজ্য সরকারের আবেদন। সন্দেশখালি নিয়ে, সিবিআই তদন্তের আর্জিই বহাল রাখল সুপ্রিম কোর্ট। তদন্তের ওপর স্থগিতাদেশের বিষয়টি আদালত স্পষ্ট করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেফতারে দেরি নিয়ে বিচারপতির প্রশ্নের মুখে, সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য সরকার।
সন্দেশখালিতে এবার ৩টি জায়গায় জারি করা হল ১৪৪ ধারা। বুধবার পর্যন্ত নিয়ন্ত্রণ-বিধি জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আজ সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে সন্দেশখালিতে। সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ফের উত্তপ্ত ভাঙড়। পোলেরহাটে ISF-এর সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এদিনের ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের ৫-৬ জন। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ও ISF।
West Bengal News Live: অর্জুন, সুনীল, সায়ন্তিকার পরে এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন
অর্জুন, সুনীল, সায়ন্তিকার পরে এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন! ভোটে টিকিট নিয়ে এবার দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুুন কবীর। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে তীব্র আপত্তি।
WB News Live: সুপ্রিম কোর্টের ডেডলাইন, কমিশনকে বন্ড-তথ্য দিল এসবিআই: পিটিআই
সুপ্রিম কোর্টের ডেডলাইন, কমিশনকে বন্ড-তথ্য দিল এসবিআই: পিটিআই। আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দেওয়ার পরেই বন্ড সংক্রান্ত তথ্য পেশ। নির্বাচনী বন্ডে কাকে কত টাকা? কমিশনের কাছে তথ্য দিল এসবিআই: পিটিআই। ১৫ মার্চের মধ্যে কমিশনকে ওয়েবসাইটে তথ্য আপলোডের নির্দেশ আদালতের । ক্রেতার নাম এবং ক্রয় সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে পেশ: পিটিআই।






















