West Bengal News Live Updates: গুরুগ্রামে বাঙালি হেনস্থা, ভয়ঙ্কর ছবি পোস্ট তৃণমূলের !
WB Live Update : প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষিদের উপর অত্যাচারের অভিযোগ। বাংলাভাষিদের উপর অত্যাচারের অভিযোগে কলকাতায় বামেদের প্রতিবাদ মিছিল। ধর্মতলা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলে বামেরা।
কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় আন্দোলনকারী সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ। রাতে বাড়িতে পাঁচিল টপকে ঢুকে ২ আন্দোলনকারী সিপিএম কর্মীকে গ্রেফতারের অভিযোগ।গ্রেফতারির কারণ জানতে চাইলে পরিবারের সদস্যদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গন্ডগোলে এক নাবালিকা, ৪ মহিলা-সহ ৯ জন হাসপাতালে ভর্তি। মারধরের অভিযোগ অস্বীকার পুলিশের।
ঘাটাল কলেজে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে স্লোগান, পাল্টা স্লোগান। ভর্তির ফি নিয়ে দুর্নীতি হয়েছে, অভিযোগ তুলে ঘাটাল কলেজ ঘেরাও SFI-এর। TMCP বাধা দিলে দু'পক্ষে বচসা। জাল রসিদ দিয়ে ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে, অভিযোগ SFI-এর। ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে SFI, পাল্টা অভিযোগ TMCP-র।
বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীর গলায় বেল্ট জড়িয়ে শ্বাসরোধ করে খুন। ১০০ ডায়ালে ফোন করে নিজেই পুলিশকে খবর দেয় স্বামী। অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। স্ত্রীর একাধিক সম্পর্ক থাকায় খুন, জেরায় কবুল স্বামীর, খবর পুলিশসূত্রে। মোবাইলে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে খুনের ছক স্বামীর, খবর পুলিশসূত্রে। 'ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে নিউটাউনের গেস্ট হাউসে নিয়ে যায় অভিযুক্ত। কথা কাটাকাটির সময় স্ত্রীর গলায় বেল্ট জড়িয়ে খুন', খবর পুলিশসূত্রে। গেস্ট হাউসের তিনতলা থেকে গৃহবধূর দেহ উদ্ধার।
বাঙালি হেনস্থা ইস্যুতে আরও চড়ল রাজনীতির পারদ। কোচবিহারের দিনহাটার পর এবার আলিপুরদুয়ারের ফালাকাটা। ফের এরাজ্যের এক বাসিন্দাকে নোটিস পাঠানোর অভিযোগ উঠল বিজেপি শাসিত অসম সরকারের বিরুদ্ধে। যা নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশকে অনুব্রতর কদর্য হুমকি, নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ। বীরভূম জেলা পুলিশের ২ আধিকারিক গেলেন জাতীয় মহিলা কমিশন দফতরে। এর আগে হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন SP. সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরও নথিপত্র চেয়ে পাঠানো হয়। সেই নথিপত্র নিয়ে দিল্লিতে হাজিরা বীরভূম জেলা পুলিশের ২ আধিকারিকের।
পুরুলিয়ার আড়ষায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে স্থানীয়দের ডাকা বন্ধ ঘিরে ধুন্ধুমার। জোর করে রাস্তা আটকানোর চেষ্টা করায় পুলিশ বাধা দেয়। শেষে অবরোধকারীদের লাঠিচার্জ করে তুলে দেওয়া হয়। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে ১৬ জুলাই আড়ষা থানায় ডেকে মারধর করা হয় বিষ্ণু কুমার নামে ওই ব্যক্তিকে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৯ জুলাই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, থানায় ডেকে মারধরের কারণেই এই মৃত্যু। ময়নতদন্তের রিপোর্ট দেখিয়ে পুলিশ দাবি করে, ফুসফুস, কিডনি এবং হৃদযন্ত্রের রোগের কারণে মৃত্যু। মৃতের শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন নেই। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে আজ আড়ষা বন্ধের ডাক দেন গ্রামবাসীরা। পুলিশ অবরোধ তুলতে গেলে তুলকালাম বাধে।
West Bengal News Live Update: গুরুগ্রামে বাঙালি হেনস্থা, ভয়ঙ্কর ছবি পোস্ট তৃণমূলের !
গুরুগ্রামে বাঙালি হেনস্থা, ভয়ঙ্কর ছবি পোস্ট তৃণমূলের ! বাংলাদেশি সন্দেহে বাঙালিদের পুলিশি হেনস্থার অভিযোগ। ভিডিও পোস্ট করে পুলিশি নির্যাতনের অভিযোগ তৃণমূলের।
'বাঙালিদের অমানবিকভাবে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ'। 'পুরুষ-মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে'। ভিডিও পোস্ট করে অভিযোগ তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের।
WB News Live Update: পুলিশকে অনুব্রতর কুকথা, নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ
পুলিশকে অনুব্রতর কুকথা, নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ। কুকথাকাণ্ডে বীরভূম পুলিশের উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন, খবর সূত্রের। যিনি পুরোটা জানেন, তাঁকে আসতে বলুন, বলা হয়েছে কমিশনের তরফে, খবর সূত্রের। এর আগে বীরভূম জেলা পুলিশের ২ আধিকারিক যান জাতীয় মহিলা কমিশন দফতরে। এর আগে এই মামলায় হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন SP। সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরও নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল। সেই নথিপত্র নিয়ে আজ দিল্লিতে হাজিরা দেন বীরভূম জেলা পুলিশের ২ আধিকারিক।






















