West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডের ক্রাইম সিন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
West Bengal News Live: ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা। ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল। কর্মসূচি নিয়ে বিচারপতি হরিশ টন্ডন-বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের সম্মতি। আবেদন অনুযায়ী ১০০জন চিকিৎসককে অবস্থানস্থলে থাকার অনুমতি। ২৫ ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা, কোর্টে জানাবে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয়, ভয়ঙ্কর, বললেন বিচারপতি হরিশ টন্ডন।
WB News Live: আলিপুরদুয়ারে এটিএম জালিয়াতি, গ্রেফতার ৩, উদ্ধার বিভিন্ন ব্যাঙ্কের ১১৩টি এটিএম কার্ড
আলিপুরদুয়ারে এটিএম জালিয়াতি। গ্রেফতার ৩। ধৃতেরা উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বাসিন্দা। উদ্ধার বিভিন্ন ব্যাঙ্কের ১১৩টি এটিএম কার্ড। বাজেয়াপ্ত একটি বিলাসবহুল গাড়ি ও ৫টি মোবাইল। কামাক্ষাগুড়ি বাজার এলাকার সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমে প্রতারণার অভিযোগ।
West Bengal News Live: ধর্মতলায় ধর্নার মধ্যেই এবার নিরন্তর জ্বলবে দ্রোহের মশাল
আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্ট ঘিরে তোলপাড়, বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। ধর্মতলায় ধর্নার মধ্যেই এবার নিরন্তর জ্বলবে দ্রোহের মশাল। ধর্মতলায় কাল রাত ৮টায় বিচারের দাবিতে জ্বলবে মোমবাতি। বিচার না মেলা পর্যন্ত মশাল জ্বালিয়ে রাখার অঙ্গীকার চিকিৎসকদের।
RG Kar News Update: ক্রাইম সিন নয় সেমিনার রুম, অন্য কোথাও খুন অভয়া? আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ!
ক্রাইম সিন নয় সেমিনার রুম, অন্য কোথাও খুন অভয়া? আর জি কর-কাণ্ডে CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ! চিকিৎসককে ধর্ষণ-খুন, সেমিনার রুমে 'উধাও' ধস্তাধস্তির চিহ্ন! 'ধর্ষণ, খুন, তাও সেমিনার রুমে মেলেনি নেই প্রতিরোধের কোনও চিহ্ন'। 'সেমিনার রুমে আততায়ীর সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তিরও প্রমাণ নেই'। আর জি কর-কাণ্ডে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে বিস্ফোরক তথ্য: সূত্র। 'বিছানা কিংবা সেমিনার রুমের কোথাও কোনও ধস্তাধস্তির চিহ্নও মেলেনি'। '২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স, তাও একজন এল, অপরাধ করে চলে গেল? সেমিনার রুমেই চিকিৎসককে ধর্ষণ-খুনের তত্ত্বে সন্দেহ খোদ CFSL-র: সূত্র। তাহলে কি অন্য কোথাও অপরাধ করে দেহ আনা হয়েছিল সেমিনার রুমে? তাহলে কি অন্য কোথাও খুন তিলোত্তমা? CFSL-রিপোর্টে নতুন করে সন্দেহ।
WB News Live: বিএসএফের জালে ৩ সন্দেহভাজন, একজন ইরানের নাগরিক
উঃ ২৪ পরগনার সামশেরনগর থেকে বিএসএফের জালে ৩ সন্দেহভাজন। বিএসএফের জালে ৩ সন্দেহভাজন, একজন ইরানের নাগরিক। হেমনগর কোস্টাল থানা পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় যাতায়াতের অভিযোগ। ব্যবসায়িক কাজে নিয়মিত আসা-যাওয়া, ধরা পড়ার পর দাবি ধৃতদের। সবাই দিল্লিতে কাপড়ের ব্যবসায় যুক্ত, জেরায় এমনই দাবি ধৃতদের, খবর পুলিশ সূত্রে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
