West Bengal News Live Updates: নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল কাশ্মীরি জঙ্গি, সন্দেহ গোয়েন্দাদের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE
Background
মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার IED বানাতে সিদ্ধহস্ত কাশ্মীরি জঙ্গি জাভেদ। জঙ্গির কাছ থেকে বাজেয়াপ্ত হাতে লেখা বেশ কিছু নোট। নোটের সঙ্কেত ডিকোড করার চেষ্টায় গোয়েন্দারা।
এ রাজ্য থেকে বাংলাদেশ পৌঁছতে একাধিক নদীপথ বেছেছিল ধৃত জঙ্গি, খবর সূত্রের। সন্দেশখালি ও ঝড়খালি, দু'দিক থেকে বাংলাদেশের করিডরে পৌঁছনোর ছক ছিল জাভেদের, অনুমান গোয়েন্দাদের।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রাজ্যের আপত্তি খারিজ। আর জি কর কাণ্ড নজিরবিহীন অকল্পনীয়, ভয়ঙ্কর, মন্তব্য আদালতের।
ফের পিছিয়ে গেল ইডি-র শিক্ষা দুর্নীতি মামলায় চার্জগঠন। আগামীকাল এই মামলায় চার্জগঠন হওয়ার সম্ভাবনা। শুধু পার্থর বিরুদ্ধেই চার্জগঠন হোক, সওয়াল মার্লিন কর্ণধারের আইনজীবীর।
শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির দাপট। শহরাঞ্চলে আক্রান্ত পৌনে ২ হাজার। বিধাননগর পুরসভায় আক্রান্ত ৩৭০ জন। দ্বিতীয় স্থানে নৈহাটি, তিন নম্বরে ভাটপাড়া।
ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। সকালে বান্দোয়ানের কেশরার জঙ্গল থেকে যমুনা যাচ্ছে চিরুডির দিকে। নাস্তানাবুদ বন দফতর।
WB News Live: বিএসএফের জালে ৩ সন্দেহভাজন, একজন ইরানের নাগরিক
উঃ ২৪ পরগনার সামশেরনগর থেকে বিএসএফের জালে ৩ সন্দেহভাজন। বিএসএফের জালে ৩ সন্দেহভাজন, একজন ইরানের নাগরিক। হেমনগর কোস্টাল থানা পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় যাতায়াতের অভিযোগ। ব্যবসায়িক কাজে নিয়মিত আসা-যাওয়া, ধরা পড়ার পর দাবি ধৃতদের। সবাই দিল্লিতে কাপড়ের ব্যবসায় যুক্ত, জেরায় এমনই দাবি ধৃতদের, খবর পুলিশ সূত্রে।
West Bengal News Live: ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি
ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। চারদিন ধরে চেষ্টা চালিয়ে গেলেও যমুনা রীতিমতো নাস্তানাবুদ করছে বন দফতরের কর্মীদের। টোপ ফেললেও সেই ফাঁদে পা দেয়নি যমুনা। সকালে তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানে কুইলাপাল বিটে কেশরার জঙ্গলে। গতকাল বান্দোয়ানের কায়রো পাহাড়ে ছিল পলাতক বাঘিনী। আজ যমুনা হাঁটা দিয়েছে চিরুডির জঙ্গলের দিকে। বন দফতর সূত্রে খবর, গতকাল ঘাটশিলার দিকে রওনা দিয়েও ফের বান্দোয়ানে ফিরে আসে যমুনা।
WB News Live: প্রশাসন নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেই না কেউ
এবিপি আনন্দ-র খবরের জের, অবশেষে বালি-মাটি পাচার রুখতে তৎপর প্রশাসন। ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার। এবিপি আনন্দে খবর সম্প্রচারের ৩দিন পরে তৎপর প্রশাসন। বালি-মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে পুলিশ-ভূমি রাজস্ব দফতর। পুলিশ আসতেই উধাও বালি-মাটি পাচারকারীরা।
West Bengal News Live: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, যুব বিজেপি নেতা গ্রেফতার
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, যুব বিজেপি নেতা গ্রেফতার। কেরল পুলিশের অভিযানে যুব বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাস গ্রেফতার। অনলাইনে ৪ কোটিরও বেশি 'প্রতারণা'র অভিযোগ রয়েছে এই যুব বিজেপি নেতার বিরুদ্ধে। কৃষ্ণগঞ্জ থানার সঙ্গে কেরল পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত যুব বিজেপি নেতাকে ট্রানজিট রিমান্ডে কেরল নিয়ে যাচ্ছে পুলিশ।
WB News Live: অধরা প্রোমোটার, আড়াল করছেন না তো খোদ পুর-চেয়ারম্যান? অভিযোগ আক্রান্ত প্রোমোটারের
৯দিন পার, তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কোথায়? অধরা প্রোমোটার, আড়াল করছেন না তো খোদ পুর-চেয়ারম্যান? পুলিশের কাজেই বাধা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। 'টাকা দিয়ে মার খেলাম, কেউ তো এমনি এমনি কাউন্সিলরকে টাকা দেয় না। হয়তো টাকার ভাগ গেলেও যেতে পারে।' সব্যসাচীর বিরুদ্ধেই অভিযুক্ত কাউন্সিলরকে আড়াল করার অভিযোগ আক্রান্ত প্রোমোটারের।