West Bengal News Live Updates: আর জি কর কাণ্ডের ক্রাইম সিন নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
মুর্শিদাবাদের পর ক্যানিং। গ্রেফতার IED বানাতে সিদ্ধহস্ত কাশ্মীরি জঙ্গি জাভেদ। জঙ্গির কাছ থেকে বাজেয়াপ্ত হাতে লেখা বেশ কিছু নোট। নোটের সঙ্কেত ডিকোড করার চেষ্টায় গোয়েন্দারা।
এ রাজ্য থেকে বাংলাদেশ পৌঁছতে একাধিক নদীপথ বেছেছিল ধৃত জঙ্গি, খবর সূত্রের। সন্দেশখালি ও ঝড়খালি, দু'দিক থেকে বাংলাদেশের করিডরে পৌঁছনোর ছক ছিল জাভেদের, অনুমান গোয়েন্দাদের।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে রাজ্যের আপত্তি খারিজ। আর জি কর কাণ্ড নজিরবিহীন অকল্পনীয়, ভয়ঙ্কর, মন্তব্য আদালতের।
ফের পিছিয়ে গেল ইডি-র শিক্ষা দুর্নীতি মামলায় চার্জগঠন। আগামীকাল এই মামলায় চার্জগঠন হওয়ার সম্ভাবনা। শুধু পার্থর বিরুদ্ধেই চার্জগঠন হোক, সওয়াল মার্লিন কর্ণধারের আইনজীবীর।
শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির দাপট। শহরাঞ্চলে আক্রান্ত পৌনে ২ হাজার। বিধাননগর পুরসভায় আক্রান্ত ৩৭০ জন। দ্বিতীয় স্থানে নৈহাটি, তিন নম্বরে ভাটপাড়া।
ওড়িশার সিমলিাপাল থেকে পালিয়ে আসা বাঘিনী এখনও বাগে আসেনি। সকালে বান্দোয়ানের কেশরার জঙ্গল থেকে যমুনা যাচ্ছে চিরুডির দিকে। নাস্তানাবুদ বন দফতর।
West Bengal News Live: ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও রাজ্যের ধাক্কা। ধর্মতলায় চিকিৎসকদের ধর্না, সিঙ্গল বেঞ্চের রায়ই ডিভিশন বেঞ্চে বহাল। কর্মসূচি নিয়ে বিচারপতি হরিশ টন্ডন-বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চের সম্মতি। আবেদন অনুযায়ী ১০০জন চিকিৎসককে অবস্থানস্থলে থাকার অনুমতি। ২৫ ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা, কোর্টে জানাবে চিকিৎসক সংগঠন। আর জি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয়, ভয়ঙ্কর, বললেন বিচারপতি হরিশ টন্ডন।
WB News Live: আলিপুরদুয়ারে এটিএম জালিয়াতি, গ্রেফতার ৩, উদ্ধার বিভিন্ন ব্যাঙ্কের ১১৩টি এটিএম কার্ড
আলিপুরদুয়ারে এটিএম জালিয়াতি। গ্রেফতার ৩। ধৃতেরা উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বাসিন্দা। উদ্ধার বিভিন্ন ব্যাঙ্কের ১১৩টি এটিএম কার্ড। বাজেয়াপ্ত একটি বিলাসবহুল গাড়ি ও ৫টি মোবাইল। কামাক্ষাগুড়ি বাজার এলাকার সেন্ট্রাল ব্যাঙ্কের এটিএমে প্রতারণার অভিযোগ।






















