West Bengal News Live Updates: মোদির পর এবার বঙ্গে লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
- ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদের খড়গ্রাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এলোপাথাড়ি গুলি-বোমা। ৪জন গুলিবিদ্ধ।
ইডি-এনআইএয়ের বিরুদ্ধে তৃণমূলের ধর্না ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। কমিশনে নালিশের পরেই অবস্থান। টেনে হিঁচড়ে তুলল পুলিশ। - দিল্লির থানায় তৃণমূল সাংসদরা। প্রতিবাদ রাজভবনে অভিষেক। ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে কমিশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, দাবি অভিষেক।
- বিজেপির কথায় ডিজি বদল, কেন এনআইএ ডিজিকে ছাড়? বিজেপি আঁতাঁতের অভিযোগে অভিষেকের নিশানায় কমিশন।
সময় পার, বিস্ফোরণকাণ্ডে তৃতীয় নোটিসেও সাড়া দিলেন না ভূপতিনগরের ৩ তৃণমূল নেতা। তদন্তে সহযোগিতা করছেন না ধৃত ২ নেতাও, খবর সূত্রের।
পুলিশকে না জানিয়ে অভিযানের মুখ্যমন্ত্রীর তত্ত্ব খারিজ এনআইএ-র। ভোর ৪টেয় থানায় গিয়ে ফোর্স চাওয়ার পরেই শুরু তল্লাশি। জানিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি। - ভূপতিনগরকাণ্ডের মধ্যেই কাঁথির বিজেপি নেতা খুনে ৩০ তৃণমূল নেতা-কর্মীকে সিবিআই তলব। উদ্দেশ্যমূলকভাবেই সমন, পাল্টা অভিযোগ শাসকদলের।
পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যপাল। পরিবারের সঙ্গে কথা বলে পদক্ষেপের আশ্বাস। - দখলদারির সংঘাতে উত্তপ্ত মতুয়া ঠাকুরবাড়ি। পুলিশি হস্তক্ষেপে মমতাবালা নথি হাতে পেতেই স্লোগান, পাল্টা ডঙ্কা বাজিয়ে হুঙ্কার শান্তনুর।
ভোটের মুখে দলবদলে সিপিএম পঞ্চায়েত সদস্যকে তৃণমূলের টাকার টোপ? জলপাইগুড়িতে বান্ডিল বান্ডিল নোট উদ্ধারে তোলপাড়। চক্রান্তের পাল্টা অভিযোগ তৃণমূলের। - যে অফিসারদের সাহায্য়ে বেআইনি নির্মাণ, তাঁদের বিরুদ্ধে কী ব্য়বস্থা? রাজ্য ও পুরসভার গার্ডেনরিচ রিপোর্টে ক্ষুব্ধ হাইকোর্ট। সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করার কড়া বার্তা।
ভোট পরবর্তী হিংসায় কাঁথির ৩০তৃণমূল নেতা-কর্মীকে ডাকল CBI। সওকতের প্ররোচনাতেই মিথ্য়ে মামলা, কোর্টে দাবি আরাবুলের আইনজীবীর।
WB News Live Updates: মোদির পর এবার বঙ্গে লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ
মোদির পর এবার বঙ্গে লোকসভা ভোটের প্রচারে অমিত শাহ। কাল বিজেপি রাজ্য সভাপতির কেন্দ্র বালুরঘাটে সমাবেশ। দিল্লি থেকে বাংলায় এসে যাবেন গয়া।
West Bengal News Live: সন্দেশখালিতে ক্যাম্পে ঢুকে হামলা, বিস্ফোরক আহত কনস্টেবলের মা
সন্দেশখালিতে ক্যাম্পে ঢুকে হামলা, বিস্ফোরক আহত কনস্টেবলের মা
Howrah House Collapse: এবার হাওড়ায় ভেঙে পড়ল বাড়ি, আহত বেশ কয়েক জন
গার্ডেনরিচ, বিরাটিতে বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনার পর, আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার হাওড়ায় ভেঙে পড়ল বাড়ি। মঙ্গলবার বেলুড় থানার ভোটবাগান এলাকায় বাড়ি ভেঙে আহত হলেন ৪-৫ জন। দীর্ঘদিনের পুরনো বাড়িটির দোতলার ছাদ ছিল টালির তৈরি। দুর্ঘটনার সময় দোতলার ঘরে ছিলেন ৪-৫ জন বাসিন্দা। নীচের ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন এক মহিলা। হঠাৎ দোতলার মেঝে ধসে নীচে পড়ে যান ওপরের ঘরে থাকা ৪-৫ জন। অল্পের জন্য প্রাণে বাঁচেন সকলেই। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপরই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে নোটিস টাঙিয়ে দেয় বালি পুরসভা।
WB News Live Updates: সিঙ্গুর থেকেই রচনার কাছে লকেটের হারের হুঙ্কার অভিষেকের
'প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, এখন সময়ের অপেক্ষা', সিঙ্গুর থেকেই রচনার কাছে লকেটের হারের হুঙ্কার অভিষেকের
West Bengal News Live: শাহজাহান-শিবু-উত্তমদের গ্রেফতারির পরেও সন্দেশখালিতে বেপরোয়া সন্ত্রাস!
শাহজাহান-শিবু-উত্তমদের গ্রেফতারির পরেও সন্দেশখালিতে বেপরোয়া সন্ত্রাস! ইডির পর এবার ক্যাম্পেই আক্রান্ত পুলিশ। রডের আঘাতে মাথা ফাটল কনস্টেবলের।