West Bengal News Live Updates: বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল মহিলার
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, আজ সকালে যে খবরগুলিতে থাকবে নজর ..
LIVE
Background
- বিধানসভা উপনির্বাচনে দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বরানগরে প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার।
- ভূপতিনগর বিস্ফোরণ মামলায় চলতি সপ্তাহে তৃণমূল নেতা-কর্মীদের ফের তলব এনআইএ-র। বৃহস্পতিবার গরহাজিরার পর ৮ জনকে ফের নোটিস। নিউটাউনে কেন্দ্রীয় এজেন্সির অফিসে তলব।
- তৃণমূল নেতাদের গ্রেফতার করতে নিউটাউনে এনআইএ-র এসপি-র সঙ্গে বৈঠকে দুই বিজেপি প্রার্থীর। নিজাম প্যালেসে নামের তালিকা বিজেপি নেতার। বিস্ফোরক অভিযোগ কুণালের।
ফের সন্দেশখালিতে সিবিআই। ইডির ওপর হামলার তদন্তে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১৩ জনকে নোটিস। সোম ও মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ।
- ব্যক্তিগত তথ্য কেন সোশাল সাইটে? স্বাস্থ্যসাথী তথ্য পোস্ট-বিতর্কে জাতীয় এসসি কমিশন-জাতীয় মহিলা কমিশনে অভিযোগ সন্দেশখালির রেখা পাত্রর। গোপন কিছু ফাঁস করেনি তৃণমূল, পাল্টা কুণাল।
- ডায়মন্ডহারবার নিয়ে মহেশতলা-বজবজে জোড়া বৈঠক অভিষেকের। মানুষের কাছে যেতে কর্মীদের বার্তা। লড়ার জন্য প্রস্তুত, ২-৩ দিনের মধ্যে অনুমোদন দেবে দল। ফের হুঙ্কার নৌশাদের।
- অর্থ মন্ত্রক অনুমোদন দিলেও সর্বশিক্ষা মিশনে রাজ্যের প্রাপ্য দিচ্ছে না শিক্ষা মন্ত্রক। পিএমশ্রী প্রকল্পে রাজ্য মউ সই করেনি বলে শাস্তি। শিক্ষাতেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব ব্রাত্য বসু।
- ভোটের মুখে কংগ্রেস ও সিপিআইকে আয়কর নোটিস। জরিমানা ও সুদ বাবদ ১ হাজার ৮২৩ কোটি মেটানোর নির্দেশ আয়কর দফতরের। প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের।
West Bengal News Live: নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু, কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর
বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল মহিলার। নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কোনও সুরক্ষা বিধি না মেনেই আবাসন নির্মাণ হচ্ছিল, দাবি মৃতার স্বামীর। সব জেনেও চুপ ছিলেন কাউন্সিলর, দাবি মৃতার পরিবারের।
WB News Live: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর দায়িত্ব বাড়ল পুর ইঞ্জিনিয়ারদের
গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের পর দায়িত্ব বাড়ল পুর ইঞ্জিনিয়ারদের। বেআইনি বাড়ি চিহ্নিত করতে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ। শনিবার এই অ্যাপ ব্যবহারের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন কলকাতা পুরসভার ৯৩ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ১৩ জন প্রযুক্তিবিদ।
West Bengal News Live: নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু বিরাটিতে
বিরাটিতে মর্মান্তিক দুর্ঘটনা, বেঘোরে প্রাণ গেল মহিলার। নির্মীয়মান আবাসন থেকে মাথায় ইট পড়ে মহিলার মৃত্যু। বিরাটির শরৎ কলোনিতে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। নির্মীয়মান আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন পাশের বাড়ির বাসিন্দা এক মহিলা। আচমকাই ওই আবাসন থেকে ইট ভেঙে মহিলার মাথায় পড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
WB News Live: তৃণমূলের বিরুদ্ধে ফের আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ
ফের তৃণমূলের বিরুদ্ধে উঠল আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। মালদায় তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত এই অভিযোগ জানান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে।
West Bengal News Live: চিলড্রেন্স পার্কের তত্ত্বাবধানকারী রেলকর্মীকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
বাচ্চাদের পার্ককে ডাস্টবিন বানিয়ে রেখেছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে পরিষ্কার না করলে, ভোট দিতে হবে না, অন্য জায়গায় চলে যাবেন। চিলড্রেন্স পার্কের তত্ত্বাবধানকারী রেলকর্মীকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।