West Bengal News LIVE: 'বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ, আর গুজরাতে হলে দুর্ঘটনা?', বিজেপিকে আক্রমণে দেবাংশু
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা : ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন ৪ জন। গতকাল রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়।রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।
'নোংরা ধর্ম' মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে হিন্দু অঞ্চলে নিষিদ্ধ হবে তৃণমূল। নদিয়ায় দাঁড়িয়ে এই মন্তব্যই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেড রোডে ইদ উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে অল আউট আক্রমণে নেমেছেন শুভেন্দু অধিকারী।
ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৮। একই পরিবারের ৩ শিশু-সহ ৮ জনের মৃত্যু। মৃতদের মধ্যে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা, ৯ বছরের বালক, ৮০ বছরের বৃদ্ধা। 'প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা'। পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত, দাবি এলাকাবাসীর। লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথরপ্রতিমার তৃণমূল বিধায়কের।
মালদার গাজোলে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, থানাতে যাওয়ার সময়ও অভিযোগকারিণীর পরিবারের ওপর চড়াও হন অভিযুক্তের অনুগামীরা। অন্য়দিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী।
শুভেন্দুর জেলায় ব্রাহ্মণ-পুরোহিত সংগঠনের বৈঠকে তৃণমূলের রাজীব। ছাব্বিশের ভোটের আগে ধর্ম-'যুদ্ধে' তৃণমূল-বিজেপি । রামনবমী নিয়ে দিকে দিকে প্রচার বিজেপির, পাল্টা তৃণমূল
জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। জাদুঘরে বোমা রাখা আছে বলে ইমেলে হুমকি। খবর পেয়েই ঘটনাস্থলে কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড।
West Bengal News Live Update: 'বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ, আর গুজরাতে হলে দুর্ঘটনা?', বিজেপিকে আক্রমণে দেবাংশু
গুজরাতে বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ, বিজেপিকে আক্রমণে তৃণমূল। 'বাংলার ক্ষেত্রে আইনশৃঙ্খলার ব্যর্থতা, গুজরাতের বেলায় দুর্ঘটনা !' 'বিজেপি নেতাদের নজর কি শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই থাকবে?' 'নাকি গুজরাতের দিকেও নজর থাকবে বিজেপি নেতাদের?' 'বাংলায় হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ, আর গুজরাতে হলে দুর্ঘটনা?' গুজরাতে বিস্ফোরণে মৃত্যুমিছিল নিয়ে বিজেপিকে আক্রমণে দেবাংশু।
WB News Live: কাল নয়, GTA নিয়ে পরশু দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক
কাল নয়, GTA নিয়ে পরশু দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক । ত্রিপাক্ষিক বৈঠকের আগেই দিল্লিতে ১০ বিজেপি বিধায়ক । তার আগেই দিল্লি-দরবারে উত্তরবঙ্গের ১০ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর ভূপেন্দ্র যাদবের কাছে ১০ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় নারী-শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবীর সঙ্গেও সাক্ষাৎ।






















