West Bengal News Live Updates: ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকাল পুলিশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
অশান্ত মুর্শিদাবাদ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে বন্ধ পরিষেবা, গুজব রুখতে নির্দেশ নবান্নের।
তপ্ত সামশেরগঞ্জ, শান্তি ফেরাতে বিডিও অফিসে সর্বদল বৈঠকের আগেই কাটল তাল। ফের অশান্তি শুরু, দাবি জানিয়ে বৈঠক ত্যাগ গেরুয়া শিবিরিরে।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদ হিংসার আগুন, মৃত তিন। ধুলিয়ানে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন বাবা-ছেলেকে। সুতিতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু।
অশান্ত সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুর। মৃত তিন, গুলিবিদ্ধ ২ কিশোর সহ চার জন। ধুলিয়ানে গুলিবিদ্ধ আরও এক। আহত ১৫ পুলিশকর্মীও।
ধুলিয়ানে কুপিয়ে খুন বাবা-ছেলেকে। দুজনেই সিপিএম সমর্থক, মৃত তিনজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি সিপিএমের। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন।
রাস্তাজুড়ে ছড়িয়ে ইটের টুকরো, পাথর। রাস্তায় ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, টহল পুলিশের। শপিং মল থেকে দোকান, বাড়ি। অবাধে ভাঙচুর, লুঠপাট। রাস্তায় পড়ে পুলিশের দোমড়ানো-মোচড়ানো গাড়ি। চারিদিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন।
অশান্ত মুর্শিদাবাদ, প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে পালিয়ে মালদায় আশ্রয়। শুধু মালদা নয়, পড়শি রাজ্যেও নিরাপদ আশ্রয়ের খোঁজ। পরিবারের মহিলা সদস্য ও শিশুদের ঝাড়খণ্ড রেখে এলেন সামশেরগঞ্জের পাল পরিবার।
পুলিশ, জনপ্রতিনিধিরা থাকতে কীভাবে ঢুকল বহিরাগত ? দলের সাংসদ-বিধায়কদের প্রশ্ন হুমায়ুন কবীরের। পুরো দায় কীকরে পুলিশের ? মানতে নারাজ সামশেরগঞ্জের বিধায়কের।
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানালেন ডিজিপি রাজীব কুমার।
মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের।বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিকে উপদ্রুত ঘোষণা করা হোক। অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় মাহাতোর।
মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এনআইএ দাবি সুকান্তর। সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন চান জ্যোতির্ময়। বিজেপিকে পাল্টা নিশানা ফিরহাদের।
বিএসএফের সহযোগিতায় সীমান্ত দিয়ে হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল। রাজ্যের অশান্তির ছবি বাংলার বলে প্রচার বিজেপির। তদন্তের দাবি কুণালের। বার করুন নেপথ্যে কে ? পাল্টা অগ্নিমিত্রা।
মুর্শিদাবাদে ধ্বংস সরকারি সম্পত্তি। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে সম্মেলন মুখ্যমন্ত্রীর। একইদিন কালো ব্যাজ লাগিয়ে হিন্দু শহিদ দিবস পালন, হুঙ্কার সুকান্তর।
৪ দিনের মাথায় SSC ভবন-আচার্য সদনের সামনে থেকে চাকরিহারাদের অনশন প্রত্যাহার। এবার আমরণ অনশনের হুঁশিয়ারি। ১৫ এপ্রিল সিজিওতে ডেপুটেশন।
চাকরিহারা শিক্ষকদের স্যালারি রিক্যুইজিশন কি আপলোড হবে সরকারি পোর্টালে ? মেলেনি নির্দেশ। কী করবেন প্রধান শিক্ষকরা ? ডিআই অফিসের নির্দেশের জন্য ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা।
চাকরি বাতিল ইস্যুতে বিজেপির মিছিলে শুভেন্দু-সুকান্ত-দিলীপ। মন্ত্রিসভা বাঁচল বাম আমলের রুল ঢাল করে, আক্রমণ শুভেন্দুর। কটাক্ষ কুণালের। তৃণমূল-বিজেপি গটআপ, পাল্টা সেলিম।
West Bengal News Live: শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল
শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ISF-এর মিছিল। অনুমতি নেই বলে শুরুতেই মিছিল আটকাল পুলিশ। নৌশাদ সিদ্দিকে অনুমতিপত্র আনলে তবে মিছিল এগোবে, সাফ জানাল পুলিশ। নিজেদের পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে মিছিল করুন, কর্মী, সমর্থকদের বার্তা নৌশাদের।
WB News Live: সাগরদিঘিতে মোতায়েন সিআরপিএফ, চলছে ফ্ল্যাগমার্চ
মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতি। সাগরদিঘিতে মোতায়েন হয়েছে সিআরপিএফ। সিআরপিএফ ক্যাম্পে এসে জওয়ানদের প্রয়োজনীয় নির্দেশ দিলেন আইজি বীরেন্দ্র কুমার শর্মা। অতি স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছে প্রশিক্ষিত বাহিনী। চলছে ফ্ল্যাগমার্চ। স্থানীয়দের মন থেকে ভয় দূর করাই মূল লক্ষ্য।






















