West Bengal News Live Updates: কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
১৪ লক্ষ ফেললেই সকুলে চাকরি। প্রশ্ন ফাঁসের অভিযোগ করে ফেসবুকে পোস্ট। সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে চন্দ্রকোণায় বিজেপি কর্মী গ্রেফতার।
নিয়োগ পরীক্ষার প্রশ্নও বিক্রির অভিযোগ। মিলছে ৫০ হাজার টাকায়, আছে অডিও টেপ, দাবি শুভেন্দুর। সুরক্ষিত আছে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে দাবি কমিশনের।
স্কুলে ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগে ৭, ১৪ সেপ্টেম্বর পরীক্ষা। নবম-দশমে ২৩ হাজার ২১২, একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিল এসএসসি।
চাকরির প্রতিশ্রুতি দিয়ে কার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক? মুর্শিদাবাদের একাধিক ব্যক্তিকে কলকাতায় ডেকে জানতে চাইল ইডি।
ভেরিফিকেশনের পর কাউন্সেলিং প্রক্রিয়াতেও জাল সার্টিফিকেটধারীরা। তালিকা দিয়ে অভিযোগ এসটি অ্যাসোসিয়েশনের। খতিয়ে দেখার দাবি স্বাস্থ্য ভবন সূত্রে।
অভিষেকের নাম করে বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে গ্রেফতার। পার্ক স্ট্রিটের হোটেল থেকে হাওড়ার বাসিন্দা পাকড়াও।
স্বরূপনগরে সরকারি প্রকল্প থেকেই কাটমানির নিতে টার্গেট দেওয়ার ফরমান। বৈঠকের কথা মানলেও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের।
বাংলার বাড়ি প্রকল্পে কাটমানিরও টার্গেট? পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠকে তৃণমূল প্রধানের ভাইরাল ভিডিওয় তোলপাড়!
প্রকল্পের টাকায় ঘর তৈরির আগেই মাটির দেওয়াল ধসে মন্দিরবাজারে ২ মেয়ে-সহ মায়ের মৃত্যু। বঞ্চনার অভিযোগে সরব বিরোধীরা, মানতে নারাজ তৃণমূল।
মতুয়া নিয়ে বেলাগাম মন্তব্য বিতর্কে মহুয়া মৈত্র। প্রতিবাদে পদক্ষেপের দাবিতে খোদ দলেরই রাজ্যসভার সাংসদ অনুগামীদের বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ।
বিধানসভায় বেলাগাম সংঘাত। মাইল্ড ব্রেন স্ট্রোকে হাসপাতালে অগ্নিমিত্রা। আপাতত বিপন্মুক্ত, জানালেন চিকিৎসকরা। অসুস্থ শঙ্করকে রাজ্যপালের ফোন।
পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, এবার ঘটকপুকুরে বিক্ষোভের মুখে সওকত মোল্লা।
আরও ৩০ বছর মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ভবিষ্যৎবাণী সপ্তগ্রামের তৃণমূল বিধায়কের।
একই বুথে ৩০ জন মৃতের নাম সাগর বিধানসভার ভোটার তালিকায়! জানালেও কাটা হয়নি নাম, দাবি পরিবারের। পদক্ষেপ নেওয়া হচ্ছে, দাবি তৃণমূলের।
ভুয়ো ভারতীয় পরিচয়পত্র মুুম্বইয়ে বসবাস। শিলিগুড়ি নেপালের যাওয়ার আগে ইন্দোনেশিয়ার মহিলা গ্রেফতার। মেখলিগঞ্জের রাস্তায় মিলল পাক-নোট!
ইভিএম থেকে ব্যালটে ফিরতে চায় কর্ণাটক। পঞ্চায়েত-পুরসভার ভোট নিয়ে কমিশনে প্রস্তাব। পিছনের দিকে হাঁটতে চায় বিরোধীরা, কটাক্ষ বিজেপির।
রহড়ার ফ্ল্যাটে রাশি রাশি কার্তুজ, বন্দুক। লালবাজারের কাছে ১৯০ বছরের প্রাচীন অস্ত্র দোকানের ৩ মালিক গ্রেফতার।
হিসেব গুলিয়ে অস্ত্রের বেআইনি কারবার। গিরিশ পার্ক থেকে এনসি দাঁ অ্যান্ড কোম্পানির ৩ মালিক গ্রেফতার। কাদের সঙ্গে লেনদেন? জানতে চায় পুলিশ।
কুসংস্কারের বশে বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ। গলা, ঘাড়ে কোপের চিহ্ন। পূর্ব বর্ধমানের মেমারিত জলাশয়ে মিলল দেহ। ৪ অভিযুক্ত গ্রেফতার।
বাগনানে জাতীয় সড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু। আরও ১জন আহত। শ্রীরামপুরে দিল্লি রোডে গাড়ির ধাক্কায় আহত ট্রাফিক পুলিশ। দুর্ঘটনায় কনস্টেবলের মৃত্যু।
ব্রাহ্মণী নদীতে ডুবে রামপুরহাটে ২ কিশোরের মৃত্যু। আরও একজনের রক্ষা।জলপাইগুড়ির ভুটান সীমান্তে জলঢাকা নদীতে পড়ে এসএসবি জওয়ানের মৃত্যু।
নদীর জল নামতেই বাঁকুড়ার বড়জোড়ায় ভেঙে পড়ল শালী নদীর ব্রিজ। একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় চূড়ান্ত দুর্ভোগ।
শিয়ালদা থেকে আজ আরও ২টি রুটে চালু এসি লোকাল পরিষেবা। শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট আর কৃষ্ণনগর এসি লোকাল।
WB News Live: পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ
পানিহাটিতে কাউন্সিলরের 'দাদাগিরি'! ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ। দোকানের পাশে ড্রেনের ওপর স্ল্যাব ছিল, দাবি ইমারতি ব্যবসায়ীর। না জানিয়ে কাউন্সিলরের লোকজন ভেঙে দিয়েছে, অভিযোগ ব্যবসায়ীর। অন্যায়ভাবে স্ল্যাব ভেঙে দিয়েছে কাউন্সিলরের লোকেরা, অভিযোগ ব্যবসায়ীর। পুরপ্রধানকে লিখিত অভিযোগ ইমারতি ব্যবসায়ীর। ড্রেনের সমস্যা হচ্ছিল সেই কারণেই ভাঙা হয়েছে, পাল্টা দাবি কাউন্সিলরের।
West Bengal News Live: কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা
কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে কাল পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর দু’টি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। SSC-র পরীক্ষা ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা। এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের। OMR শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের ২ বছর পর্যন্ত। OMR শিটের স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। SSC-র দু’টি পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার।






















