News Live: বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু, হিন্দু ব্যবসায়ীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা
West Bengal News Live Updates: অমিত শাহর সঙ্গে আলাদা বৈঠকের পরেই বিজেপি কার্যালয়ে দিলীপ। রাজ্য সভাপতির সঙ্গে দীর্ঘ বৈঠক। ১৩ তারিখ শমীক ভট্টাচার্যর সঙ্গে জনসভার কর্মসূচি ঘোষণা।
LIVE

Background
১। জনপ্রতিনিধি হয়ে আগামী ভোটে লড়তে চাই। পছন্দের কেন্দ্র খড়গপুর, দল বললে ওখানে লড়ব। মেদিনীপুর থেকে সরানোর পরিণাম ভুগতে হয়েছে। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
'লড়তে চাই খড়গপুরে'
২। অমিত শাহর সঙ্গে আলাদা বৈঠকের পরেই বিজেপি কার্যালয়ে দিলীপ। রাজ্য সভাপতির সঙ্গে দীর্ঘ বৈঠক। ১৩ তারিখ শমীক ভট্টাচার্যর সঙ্গে জনসভার কর্মসূচি ঘোষণা।
শমীকের সঙ্গে বৈঠকে দিলীপ
৩। ভোটের কাজে লেগে পড়তে নির্দেশ দিয়েছেন অমিত শাহ, জানালেন দিলীপ। সরিয়ে দিয়েছিলেন যাঁকে, তাঁকেই ডেকে আনতে হচ্ছে, কী অবস্থা! কটাক্ষ জয়প্রকাশের।
দিলীপে সরগরম রাজনীতি
৪। (দিলীপ সট-যেভাবে আমাকে নির্বাচনে লড়ানো হয়েছিল তাতে মত ছিল না) ১৮টার মধ্যে ৮টি সিট হারিয়েছি, লোকসভা ভোটের ফল নিয়ে বিস্ফোরক দিলীপ।
দিলীপের আসন-অসন্তোষ
৫। ( দিলীপ সট-ইস্যু করা হয়েছে, জগন্নাথ দেবের মন্দির, কেন যাব না?) রঙ-মুখ দেখে রাজনীতি করি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে অবস্থানে অনড় দিলীপ।
'কেন যাব না জগন্নাথ মন্দিরে?'
৬। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে রায়গঞ্জে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। শরীরে একাধিক ক্ষতচিহ্ন। গুলি করে খুনের অভিযোগ পরিবারের। জড়িত সন্দেহে গ্রেফতার ২।
'খুন' তৃণমূল নেতা
৭। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। রক্তাক্ত তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় অ়জ্ঞাতপরিচয় ব্যক্তিরা। CID তদন্তের দাবি TMCP নেতার।
ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র!
৮। নতুন বছরে পশ্চিমবঙ্গকে উপহার রেলমন্ত্রকের। হাওড়া থেকে গুয়াহাটি-কামাখ্যা পর্যন্ত চালু হচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। ১৭ বা ১৮ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
কলকাতা পাচ্ছে বন্দে ভারত স্লিপার
৯। জম্মু-কাশ্মীরে ফের হামলার ছক বানচাল। পুঞ্চে মিলল পাক ড্রোন। সার্চ অপারেশনে
নিরাপত্তাবাহিনী। মিলেছে কার্তুজ, বিস্ফোরকও, খবর সূত্রের।
পুঞ্চে পাক ড্রোন
১০। নতুন বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবে জমজমাট দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্যানবাটি। রাত থেকে পুণ্যার্থীদের ভিড়। চলছে দর্শন, পুজো দেওয়া। পুজো দিতে ভিড় তারাপীঠেও।
কল্পতরু উৎসবে ভিড়
১১। বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডে বিস্ফোরণ। কেঁপে উঠল সুইস আল্পসের পর্যটকপ্রিয় ক্রান্সমন্টানা শহর। মৃত অন্তত ৪০, আহত ১৫০।
বর্ষবরণে বিস্ফোরণ
১২। শাহ-বৈঠকের পরেই সক্রিয় দিলীপ। শমীকের সঙ্গে বৈঠক। কটাক্ষ তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূল নেতার রহস্যমৃত্যু। ২ জেলায় মৃত্যু, SIR-আতঙ্কে, দাবি পরিবারের। ছক ভাঙা ৬টা, সন্ধে ৬।
News Live: বাংলাদেশে ফের হিন্দু আক্রান্ত
বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু
এবার হিন্দু ব্যবসায়ীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর
ঢাকার শরিয়তপুরে হিন্দু ব্যবসায়ী খোকনচন্দ্র দাসের ওপর হামলা
বুধবার রাতে বাড়ি ফেরার পথে হিন্দু ব্যবসায়ীর ওপর হামলা
পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা
বাঁচতে পুকুরে ঝাঁপ ব্যবসায়ীর, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার চেষ্টা, এখনও অধরা দুষ্কৃতীরা
WB News Live: WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত
আর জি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ভাঙন
WBJDF-এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়লেন অনিকেত মাহাতো
'আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি হয়েছে'
'এর সঙ্গে অভয়ার বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়'
'আমি আপত্তির কথা বারবার জানিয়েছি'
'আইনি পরামর্শের কথা বলেছি, আপনারা কর্ণপাত করেননি'
'অভয়া-আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট তৈরি হয়েছিল'






















