West Bengal News LIVE : চাকরি বাতিলে প্রতিবাদ, ৭ এপ্রিল 'কালীঘাট চলো' অভিযানের ডাক BJP যুব মোর্চার
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: ২০১৬-র SSC-র পুরো প্যানেল বাতিল। চাকরি গেল প্রায় ২৬ হাজারের। দায় নিতে নারাজ SSC. তথ্য দিয়েছি, সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি, মন্তব্য SSC চেয়ারম্যানের। চাকরিহারাদের বাঁচাতে তৈরি হোক কমিটি। এখনও যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব। মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আমল দিচ্ছেন না সুদীপ।সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল ইস্যু উঠল রাজ্যসভায়। বিজেপি সাংসদকে একযোগে বাধা তৃমমূলের। হইচইয়ে বারবার অধিবেশন মুলতুবি। রামনবমীর আগেই বাড়ছে উত্তাপ। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে যাওয়া হবে, হুঙ্কার দিলীপের। ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আজ কলকাতায় মিছিল TMCP-র।
BJP On SSC Scam: চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামছে বিজেপি
চাকরি বাতিলে প্রতিবাদ, ৭ এপ্রিল 'কালীঘাট চলো' অভিযানের ডাক BJP যুব মোর্চার
Jawhar On SSC Scam: চাকরি বাতিলে প্রতিক্রিয়া জহরের
এদিন পদত্যাগী সাংসদ জহর সরকার বলেন, দায় তো রাজ্য সরকারের। সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। ওরা সব নষ্ট করে দিল। ওএমআর শিট রাখা উচিত ছিল।ওএমআর শিট না রাখলেও, ওগুলির একটা কপি, যাকে মিরর ইমেজ বলে, যেটা রাখা যায়, অনেক অল্প জায়গায়। সেটা রাখার বাধ্যকতা ছিল। সেগুলিও নষ্ট করে দিল। রাজ্য সরকার, তার এসএসসি আর তার শিক্ষা পর্ষদ, সকলকে বলা হয়েছিল, যে আপনারা ভাগ করে দিন। কিন্তু সেটা ভাগ করতে গেলে তখন তো ধরা পড়ে যাবে। কটাক্ষের সুরে হেসে বলেন তিনি। তারপর স্পষ্ট বলেন, কিন্তু ভাগ করা উচিত ছিল।'






















