West Bengal News Live Updates: নির্বঘ্নেই শেষ হল এসএসসি- র শিক্ষক নিয়োগের নবম-দশমের পরীক্ষা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
দাগি তালিকায় তোলপাড়ের মধ্যেই আজ SSC-র অ্যাসিড টেস্ট। প্রায় ৯ বছর পর নবম-দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। যোগ্য চাকরিহারা ও নতুন মিলিয়ে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী।
দাগি-মুক্ত হবে নবম-দশমের নিয়োগ পরীক্ষা? নিশ্চিত করতে পারল না কমিশন।
প্রশ্ন বিক্রি হয়েছে, প্রহসনের পরীক্ষা হবে। ১৫২ জন দাগিকে অ্যাডমিট। বিস্ফোরক অভিযোগ শুভেনদু অধিকারীর। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, মানতে পারছেন না, পাল্টা কুণাল।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওড়াল স্কুল সার্ভিস কমিশন।
চাকরি বাতিলের পর প্রথম নিয়োগ পরীক্ষা। কড়া নিরাপত্তা। প্রশ্নফাঁসের চেষ্টা হলেই জেনে যাবে কমিশন। ছবি তুললেই চিহ্নিত হয়ে যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র, দাবি SSC-র।
অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা যাবে না। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল, জানাল SSC।
প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে গ্রেফতার। ৩দিনের পুলিশ হেফাজতে চন্দ্রকোণার বিজেপি নেতা। পুলিশি পাহারায় নিয়োগের পরীক্ষায় বসার অনুমতি।
নিয়োগ-মামলায় আত্মসমর্পণের পর কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিন। সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে হেফাজতে চায় ইডি। শুক্রবারের মধ্যে চন্দ্রনাথের জবাব তলব।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে CBI। শাহজাহানের মেয়ের বাড়িতে অভিযান। সাক্ষীদের হুমকির অভিযোগ পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা।
তেহট্ট খুনই হয়েছে বালক। গলায় ফাঁস দিয়ে খুনের পর পুকুরে ফেলে দেওয়া হয় দেহ! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান। গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত দম্পতির।
বালক খুনে তপ্ত তেহট্ট। বাড়ি থেকে বের করে অভিযুক্ত ও তাঁর স্ত্রীকে পিটিয়ে খুন।অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, আত্মীয়ের বাড়িতেও আগুন।
বনগাঁয় সপ্তম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। শৌচাগারে গলায় গামছার ফাঁস দেওয়া দেহ। ম্যাজিকের ভিডিও অনুকরণ করতে গিয়ে দুর্ঘটনার সন্দেহ পরিবারের।
ভোটার তালিকা থেকে বুথ। দিল্লিতে বৈঠকের আগে ১০ পয়েন্টের প্রেজেন্টেশনের প্রস্তুতি CEO-র। SIR-এর প্রতিবাদে শিলিগুড়িতে কংগ্রেসের মিছিল।
নেত্রীকে আক্রমণ, নাম না করে কেষ্টর নিশানায় শুভেন্দু। ওসির স্ত্রী-মাকে কুকথা, লজ্জা পেয়েছেন? পাল্টা বিজেপি।
নিহত যুবক, পরিবারের সঙ্গে দেখা না করায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের নিশানায় বিধায়ক। ফল ভোগার হুঁশিয়ারি। বিভেদ তৈরির চক্রান্ত, পাল্টা বিধায়ক।
শীর্ষ নেতৃত্বের বার্তাই সার, আরও বেপরোয়া মালদার তৃণমূল সভাপতি।
রাজস্থানের জয়পুরে বাড়ি ভেঙে মৃত্যু মেয়ে-সহ পূর্বস্থলীর বাসিন্দার মৃত্যু, আহত স্ত্রী। বাংলায় কাজ নেই বলে যেতে হয়েছিল রাজস্থানে, দাবি পরিবারের।
জমি কেনার পর তোলা দিতে অস্বীকার। বাড়িতে ঢুকে মার, খুনের হুমকি।তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মানতে নারাজ অভিযুক্ত নেতা।
সোনারপুরে তোলাবাজি, জমি বেহাতের আশঙ্কার। পুলিশের বিরুদ্ধে মামলা তুলতে চাপের অভিযোগ জমি মালিকের। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা পুলিশ।
পুরনো দাবিদারহীন অস্ত্র পালিশ করে, বেআইনি কারবারিদের চড়া দামে বিক্রি! বিবাদী বাগের অস্ত্রের দোকানের ধৃত ৩ মালিককে জেরায় নতুন তথ্য। STF সূত্রে খবর।
আসানসোলে বাজেয়াপ্ত জীবনদায়ী ওষুধ। পুলিশ, ড্রাগ কন্ট্রোলের পুলিশের অভিযান। ৪৫ লক্ষ টাকার ওষুধ-সহ গ্রেফতার ১। জাল বলে সন্দেহ ড্রাগ কন্ট্রোলের।
নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক রয়েছে। শুল্ক সংঘাতের মধ্যে বললেন ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের মনোভাবের প্রশংসায় ভারতের প্রধানমন্ত্রী।
চাকরি বাতিলের পর প্রথম নিয়োগ পরীক্ষা। ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা, সব খবর সবার আগে এবিপি আনন্দে, আজ দিনভর।
West Bengal News Live: নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা, পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হল পরীক্ষার্থীদের
নির্বিঘ্নেই মিটল SSC-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা শেষে OMR শিটের কার্বন কপি দেওয়া হল পরীক্ষার্থীদের। রাজ্যজুড়ে ৬৩৬ কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র: ৬৩৬, পরীক্ষার্থী: ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯। নবম-দশমে শিক্ষকের শূন্যপদ: ২৩,২১২। প্রায় ৯ বছর পর হল শিক্ষক নিয়োগের পরীক্ষা। SSC-র পরের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। একাদশ-দ্বাদশ শিক্ষকের শূন্যপদ: ১২,৫১৪।
WB News Live: কৃষ্ণনগরে গুলি করে ছাত্রীকে খুন, ছেলের পর এবার গ্রেফতার বাবা
কৃষ্ণনগরে গুলি করে ছাত্রীকে খুন, ছেলের পর এবার গ্রেফতার বাবা। দেশরাজ সিংহের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিংহকে গ্রেফতার পুলিশের। রাজস্থানের জয়সলমেঢ় থেকে গ্রেফতার রাঘবেন্দ্র প্রতাপ সিংহ। ট্রানজিট রিমান্ডে কাল তাঁকে কৃষ্ণনগরে আনা হবে।






















