West Bengal LIVE Updates: 'যোগ্যদের ধরুন, চোরেদের পুষে রাখুন', ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশের ধাক্কায় মাটিতে শিক্ষক-শিক্ষিকারা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলা সব খবরের লাইভ আপডেটস দেখুন...

Background
ধর্মতলায় ধুন্ধুমার। পুলিশের ধাক্কায় মাটিতে শিক্ষিকা, ঝরল রক্ত। শিয়ালদা থেকে আন্দোলনকারীদের তোলা হল প্রিজন ভ্যানে।
Amit Shah: মোদির পর এবার রাজ্যে শাহ
শনিবার রাজ্যে আসছেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে এসে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদি। এবার অমিত শাহ এসে কী বলেন, সেদিকেই নজর সকলের। যদিও বিজেপির শীর্ষ নেতাদের পরপর বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
Anubrata Mondal: গুরু 'পাপে' লঘু দণ্ড!
আগে অখিল গিরি, আর এবার অনুব্রত মণ্ডল। মহিলাদের নিয়ে কুরুচিকর, কদর্য কথার স্রোত বয়েই চলেছে। কিন্তু এদের কারও বিরুদ্ধেই কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপাতত ক্ষমা চাইতে বলেই থেমে থাকল দল। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েই অখিল গিরির ক্ষেত্রে যেমন সাতখুন মাফ হয়ে গেছিল, অনুব্রতর ক্ষেত্রেও কি ক্ষমাতেই কাজ হয়ে যাবে?






















