West Bengal News Live Updates: নলবনে দেহ উদ্ধারের নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক? গ্রেফতার ২
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
তীব্র গরম থেকে প্রবল বৃষ্টি। বিকাশ ভবনের সামনে টানা আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। বললেন, "কষ্ট তো হচ্ছেই। এর থেকেও বেশি কষ্ট হয়েছিল চাকরি হারিয়ে এবং পুলিশের লাঠি খেয়ে।" (SSC Case)
পুলিশের হাতে রক্তাক্ত শিক্ষকরা। তাও নাটক দেখছেন ফিরহাদ। বললেন, "আন্দোলনের নামে নাটক....ক্যামেরায় মুখ দেখানোর চেষ্টা।" (SSC Scam)
নাটক বলে আক্রান্ত শিক্ষকদের আক্রমণে ববি, আরও চড়া সুর কুণালের। কুণাল বললেন, "লেন্স দেখে শুয়ে পড়ছেন, ক্যামলুক।"
পুলিশের মার খেয়েও শাসকের নিশানায় চাকরিহারা শিক্ষকররা। চাকরিহারারা বলছেন, "মানবিকতা বোধ থাকলে এই ধরনের মন্তব্য করতে পারতেন না।"
শিক্ষক নিগ্রহকাণ্ডে পুলিশের তত্ত্ব খারিজ চাকরিহারাদের। সুপ্রতিম সরকার জানিয়েছিলেন, বিকাশভবনে অন্তঃসত্ত্বা আটকে পড়েছিলেন। পুলিশের তত্ত্ব খারিজ চাকরিহারাদের।
অন্তঃসত্ত্বার পরিবারের সঙ্গে আগেই কথা হয়েছিল। কোন পথে বেরোতে হবে তাও বলে দেওয়া হয়, অডিও রেকর্ডিং প্রকাশ করে দাবি চাকরিহারাদের।
বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন চাকরিহারা শিক্ষিকা। আক্রান্ত শিক্ষিকা বললেন, "আক্রান্ত ৪ জন টানছে, একজন পায়ের ওপর দাঁড়িয়েছে। বলছে, নাটক নাটক করছে।"
চাকরিহারাদের উপর পুলিশের আচরণ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন, "পুলিশ আরও সংবেদনশীল হলে পারত। শিক্ষকরা গণতান্ত্রিক আন্দোলন করছে, শান্তিপূর্ণ আন্দোলন হোক।"
বাড়িতে পড়ে যমজ সন্তান। হকের দাবিতে রাস্তায় মা। বুক ফাটলেও, আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষিকা।
রক্তাক্ত শিক্ষকরা। মাষ্টারমশাই, দিদিমণিদের পাশে পডুয়ারা। বিকাশ ভবনের সামনে অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাস।
চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি। দিকে দিকে প্রতিবাদ। মধ্যমগ্রামে বাম ছাত্র-যুবর মিছিলে উত্তেজনা।
লাঠিচার্জে চাকরিহারা শিক্ষকরা রক্তাক্ত। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিজেপি সাংসদের চিঠি। পুলিশ কেন আক্রান্ত? পাল্টা কুণাল।
৬ সপ্তাহে মেটাতে হবে বকেয়া DA-র ২৫ শতাংশ। অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না কর্মীদের। রাজ্যকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৪ অগাস্ট পরবর্তী শুনানি।
উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সুদীপ এবার শুধুই চেয়ারম্যান। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের।
২৬-এর আগে বীরভূমে কেষ্টর ক্ষমতা খর্ব। চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস। মন্তব্যে নারাজ অনুব্রত।
অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুলেই হুঙ্কার অমিত শাহের। বললেন, "পাকিস্তানে ১০০ কিমি ভিতরে ঢুকে.....শতাধিক পাক জঙ্গিকে মারা হয়েছে।"
ভারতীয়রা আক্রান্ত হলে দ্বিগুণ জবাব। হুঙ্কার শাহের। ভারতের মিসাইলে ক্ষতিগ্রস্ত নুর খান এয়ারবেস। মানলেন পাক প্রধানমন্ত্রী।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি। পাঞ্জাব-হরিয়ানা থেকে ইউটিউবার-সহ ৬জন গ্রেফতার। জাকার্তা থেকে মুম্বই ফিরতেই ISIS-এর স্লিপার মডিউলের ২ সদস্য পাকড়াও।
ভারতের বন্ধুত্ব ভুলে পাকিস্তানকে সমর্থন। জেএনইউ, জামিয়া মিলিয়ার পর এবার তুরস্ক-আজেরবাইজানের সঙ্গে মউ বাতিল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের।
বাণিজ্যে কড়াকড়ির প্রত্যাঘাত। পাকিস্তানকে নাস্তানাবুদ করে এবার নজরে বাংলাদেশ। উত্তর-পূর্বাঞ্চলে স্থলপথে একাধিক পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা।
জাল নথি দিয়ে ১৬টি ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি প্রতারণা। দিল্লিতে ইডির হাতে গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। আনা হল কলকাতায়।
ট্যাংরাকাণ্ডে গ্রেফতার বড় ভাই প্রণয় দে। হাসপাতাল থেকে ছাড়া পেতেই পাকড়াও। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের
Kolkata News: নলবনে দেহ উদ্ধারের নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক? গ্রেফতার ২
কলকাতা লেদার কমপ্লেক্স থানার নলবনে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সন্ন্যাসী
দলুই। পুলিশ সূত্রে খবর, সন্ন্যাসীর সঙ্গে মৃত রাজা মণ্ডলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুক্রবার রাতে রাজার সঙ্গে কথা বলার অছিলায় ডেকে এনে মদ খাইয়ে বেহুঁশ করে গলার নলি কেটে খুন করা হয় বলে অভিযোগ। নলবনের ভে়ড়ির পাশে পড়েছিল হোটেল কর্মী রাজা মণ্ডলের দেহ। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মূল অভিযুক্ত সন্ন্যাসী দলুই। রাতে তাকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর' নিয়ে হুঙ্কার অমিত শাহের
'অপারেশন সিঁদুর' নিয়ে হুঙ্কার অমিত শাহের। বললেন, 'পাকিস্তানে ১০০ কিমি ভিতরে ঢুকে প্রত্যাঘাত। শতাধিক পাক জঙ্গিকে মারা হয়েছে। ভারতীয়দের ওপর জঙ্গি হামলা হলে, দ্বিগুণ জবাব'। 'অপারেশন সিঁদুর' নিয়ে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ।






















