West Bengal News Live : এক বছর আগেই রেজিস্ট্রেশন বাতিল, সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
Bengal News Live: রাজ্যের সব খবরের আপডেটে চোখ রাখুন প্রতি মুহূর্তে...
LIVE

Background
মেয়ো রোডে তৃণমূলের ‘ভাষা আন্দোলনের’ মঞ্চ খোলার পর এবার রাইটার্স বিল্ডিংয়ের সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। বিবাদী বাগে মহাকরণের সামনে বিপজ্জনকভাবে চালানোর অভিযোগে সেনার ট্রাক আটকায় কলকাতা পুলিশ।
সেনার ট্রাকটি ফোর্ট উইলিয়াম থেকে আয়কর ভবনের দিকে যাচ্ছিল। সেই সময় বেপরোয়া ও বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর অভিযোগে আটকানো হয় সেনার ট্রাকটিকে। এরপর খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। লালবাজার সূত্রে খবর, বিপজ্জনকভাবে চলছিল সেনার ট্রাক। পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়। সকালে লালবাজারে যাচ্ছিলেন পুলিশ কমিশনার। বিবাদী বাগে মহাকরণের সামনে সেনার ট্রাক থামায় কলকাতা পুলিশ। বাঁক নেওয়ার সময় যথেষ্ট আস্তেই চলছিল সেনার ট্রাক, পিছনের গাড়ির গতি বেশি থাকলে সমস্যা তো হবেই, পাল্টা দাবি করে সেনা।
সেনা সূত্রে খবর, ফোর্ট উইলিয়াম থেকে ট্রাকে করে দুই সেনা আধিকারিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। তখনই কলকাতা পুলিশ ট্রাক আটকায়। ট্রাকটিকে আটক করে কলকাতা পুলিশ। তারপর হেয়ার স্ট্রিট থানার দিকে যেতে বলা হয়। সেই মতো সেনার ট্রাক ও পিছু পিছু চলতে শুরু করে পুলিশের গাড়ি। কিন্তু হঠাৎ দাঁড়িয়ে যায় ডেকার্স লেনের কাছে। সেখানে সেনা আধিকারিক ফোনে কথা বলেন তাঁর ঊর্ধ্বতনের সঙ্গে। জানা যায়, তিনি ঊর্ধ্বতনের অনুমতি নিয়েই এগোবেন। এরপর হেয়ার স্ট্রিট থানায় গিয়ে পৌঁছন সেনা আধিকারিক , গাড়িটিকে ডেকার্স লেনের সামনে রেখেই।
West Bengal News Live Update: এক বছর আগেই রেজিস্ট্রেশন বাতিল, সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর --
সেই পুলিশের গাড়ির রেজিস্ট্রেশন ২০২৪ সালের ১০ অগাস্ট বাতিল!
১ বছর আগেই রেজিস্ট্রেশন বাতিল, পুলিশের গাড়ি বলেই সাতখুন মাফ?
পাবলিক ভেহিক্যালস ডিপার্টমেন্ট পুলিশের গাড়িটি লক করে দেয়
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এই পুলিশের গাড়িটিকে লক করে দেয় পরিবহণ দফতর
অতিরিক্ত দূষণ ছড়ানোর অভিযোগে লক করে পরিবহণ দফতর
বাইকে ধাক্কা মারা পুলিশের গাড়ির বিমা সংক্রান্ত তথ্য পরিবহণ দফতরের কাছেই নেই
এম পরিবহণ অ্যাপেই পুলিশের গাড়ির তথ্য আপলোড
WB News Live Update: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব
২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু ২০২৫-এই
এবার থেকে ২বার উচ্চমাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের প্রথম পর্ব
প্রথম পর্বে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিটের
শুধুমাত্র OMR শিটে MCQ-তে পরীক্ষা
উচ্চমাধ্যমিকে এবার ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী
সেপ্টেম্বরের পরে মার্চে ফের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দফার পরীক্ষা
২টি পরীক্ষার যোগফলে উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট






















