West Bengal News Live Updates: ট্যাংরাকাণ্ডে পরপর ট্যুইস্ট, আহত প্রসূন দে-র বয়ানে একাধিক অসঙ্গতি, হাসপাতাল থেকে ছাড়া পেলেই কড়া পদক্ষেপের পথে লালবাজার
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
'২৬-এর আগে ভোটার তালিকায় নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহিরাগতরা তালিকায় ঢুকছে বলে সতর্ক করলেন নেত্রী।
ভোটার তালিকা নিয়ে ৭ দিনের মধ্যে জেলায় কোর কমিটি। নেতৃত্বে সুব্রত বক্সি। থাকছে অভিষেকও। ৩ দিন অন্তর দিতে হবে রিপোর্ট। কোথাও বাধা পেলে জানাতে হবে কমিটিকে, নির্দেশ মমতার।
ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে?
২৮ পাতার CBI চার্জশিটের ২ জায়গায় নাম, বাকি তথ্য কই, চ্যালেঞ্জ অভিষেকের।
মুকুল-শুভেন্দুর রূপ আমিই দেখিয়েছি। বেইমান নই, মন্তব্য অভিষেকের।
নেতারা ক্ষমতা দেখাতে গিয়ে দলকে ছোট করছেন, সতর্কবার্তা অভিষেকের।
পানাগড়কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। নিয়ে আসা হয়েছে কাঁকসা থানায়। বাকি সঙ্গীদেরও ধরুক পুলিশ, আর্জি মৃতার মায়ের।
মা, কাকিমা, বোনকে মেরেছে কাকা। বালিশ চাপা দিয়ে মারতে যায়। মরে যাওয়ার ভান করে বেঁচে যাই। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টার কাছে চাঞ্চল্যকর দাবি ট্যাংরাকাণ্ডে জখম কিশোর।
CBI-তদন্তে অসন্তোষ জানিয়ে সুবিচার পেতে দিল্লিতে আরজি করকাণ্ডে নিহতর পরিবার। দেখা করলেন আধিকারিকদের সঙ্গে।
WB News Live: গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে তৃণমূলনেত্রীর বার্তার দিনই বীরভূমে ফের প্রকাশ্যে শাসক দলের কোন্দল
সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে তৃণমূলনেত্রীর বার্তার দিনই বীরভূমে ফের প্রকাশ্যে শাসক দলের কোন্দল। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করায় তৃণমূলকর্মীদের ওপর হামলার অভিযোগ। কাঠগড়ায় দলেরই অপরগোষ্ঠী।
West Bengal News Live: বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ আটকাতে এবার তৎপর হল পুলিশ
বিধাননগরে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ আটকাতে এবার তৎপর হল পুলিশ। বাগুইআটি এলাকায় প্রোমোটারদের নামে ৬ জায়গায় গিয়ে নোটিস দিলেন খোদ আইসি।






















