WB News Live Updates: গোসাবায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি, বোমাবাজি ও দোকানে লুঠপাটের অভিযোগ
West Bengal News Live: চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

Background
পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও মুন্না আগরওয়াল, কলকাতা: ময়দানি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে অমল দত্তর ডায়মন্ড মডেল। আর বাংলায় করোনার বাড়বাড়ন্তের আবহে আরেক ডায়মন্ড-মডেল পথ দেখাচ্ছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস! সৌজন্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা-সহ আশেপাশের জেলাগুলিতে যখন করোনা হু হু করে বাড়ছে, তখন প্রশাসনিক কড়াকড়ির ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। যা প্রশংসাও পেয়েছে চিকিৎসক মহলে।
গতকাল ডায়মন্ড-মডেলের (Diamond Model) সাফল্য তুলে ধরে ফেসবুকে তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আরও একবার করে দেখাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। গঙ্গাসাগর ও কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে। এই যুদ্ধে লাগাতার সমর্থন ও সহযোগিতার জন্য ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ।’
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রবিবার গোটা রাজ্যে সংক্রমণের হার ছিল ২৭.৭৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণের হার ছিল ১৬.৫৩ শতাংশ। সোখানে সেই জেলারই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণের হার নেমে এসেছে ২.৮২ শতাংশে।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেছেন, ‘এটা সায়েন্টিফিক, পথ দেখাল সবাইকে। অভিষেক পারলে বাকি ৫৪২ জন এমপি কেন করতে পারবে না? সবারই উচিত এটাতে ফলো করা। শুধু বাংলায় নয়, সর্বত্র ফলো করা উচিত।’
বিরোধীদের পাল্টা প্রশ্ন, যদি সত্যিই ডায়মন্ড-মডেলের সাহায্যে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা হয়ে থাকে, তাহলে কেন সেই মডেল গোটা রাজ্যে প্রয়োগ করা হচ্ছে না? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘তাহলে উনি তো প্রকারান্তরে স্বীকার করছেন যে ওঁর পিসি ব্যর্থ। বাংলার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কে? যদি ডায়মন্ড হারবার মডেল সফল হয়, তাহলে বাকি বাংলা বিফল হল কেন? এটাকে রোখা যেত, আটকানো যেত, স্বাস্থ্য ব্যবস্থা ঠিত থাকলে। যদি ডায়মন্ড হারবারে সংক্রমণ কমে, তাহলে বাংলায় কমছে না কেন? এই প্রশ্ন ভাইপো তুলেছেন, পিসির জবাব দেওয়া উচিত।’
এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের মধ্যে বিভেদের দাবি আরও উস্কে দিয়ে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য একটি ট্যুইট করেছেন। তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেকের মধ্যে পুরোদমে যুদ্ধ চলছে। ডায়মন্ড হারবারে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। উল্টোদিকে এটা দেখে অবাক হওয়ার কোনও কারণ নেই যে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে পুরনো নেতাদের ময়দানে নামিয়েছেন এবং কোনও কৃতিত্ব যাতে তিনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) না পান তার জন্য স্বাস্থ্য দফতরকে কাজে লাগাচ্ছেন।’
অমিত মালব্যকে পাল্টা কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘আমি ট্যুইট মালব্যকে বলব, তথাগত রায়ের কামিনী কাঞ্চন নিয়ে ট্যুইটের জবাব দিন।’
বিজেপির দাবিতে আমল না দিয়ে ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে চলছে তৃণমূলের প্রচার। গিরিশ পার্ক-সহ বিভিন্ন জায়গায়, পড়েছে পোস্টার।
West Bengal News Live Updates : আসানসোল পুরসভার দুটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের প্রচারে ধরা পড়ল ভিন্ন ছবি
বিধি ভাঙার ভিড়ের বাইরে বিধি মানার ব্যতিক্রমীরাও থাকেন। আসানসোল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রচারে যখন করোনা বিধির দফারফা, তখন একই দলের প্রার্থীর প্রচারে অন্য ছবি দেখল ৮৭ নম্বর ওয়ার্ড। করোনাকালে একদিকে স্বাস্থ্যবিধি বিসর্জন। আরেকদিকে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যবিধি পালন। আসানসোল পুরসভার দুটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের প্রচারে ধরা পড়ল একেবারে ভিন্ন ছবি।
WB News Live Updates: শিলিগুড়ির চম্পাসারির ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন
শিলিগুড়ির চম্পাসারি এলাকায় দেবিডাঙায় ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান এবং খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে বললে জানা গেছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হলেও, হতাহতের কোনও খবর নেই।






















