WB News Live Updates: আরপিএফ কনস্টেবলের তৎপরতায় জীবন বাঁচলো বৃদ্ধের
West Bengal News Live Updates: আরপিএফ কনস্টেবলের তৎপরতায় জীবন বাঁচলো বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যায় বাদল নাগ নামে এক বৃদ্ধের।
LIVE
Background
রঞ্জিত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সোমনাথ মিত্র, ভাঙড়: ‘পুলিশ-প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব!’
ভাঙড়ে তৃণমূলের যুব নেতার হুমকির ভিডিও ভাইরাল। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। পুলিশ-প্রশাসন শাসকের কথা শুনে চলছে, যুব নেতার কথাতেই তা পরিষ্কার। এমনটাই অভিযোগ বিরোধীদের। এই মন্তব্য দল সমর্থন করে না, বিতর্কের মুখে সাফাই তৃণমূল নেতৃত্বের।
‘বাংলায় আমাদের সরকার। বাংলায় আমাদের পুলিশ। বাংলায় আমাদের প্রশাসন। কাশীপুর থানার আইসি আমাদের। কেএলসি থানার আইসি আমাদের। পুলিশ প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব আগামীদিনে।’
ভাইরাল ভিডিওতে বিতর্কিত মন্তব্য যুব তৃণমূল সভাপতির। ইনি ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি অভীক মজুমদার। রবিবার ভাঙড়ের পদ্মপুকুরে এভাবেই বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেন তিনি। ভাইরাল ভিডিওতে শাসক দলের এই নেতাকে বলতে শোনা যায়, ‘যারা ISFকে পিছন থেকে মদত দেবে, প্রত্যেককে আমরা চিহ্নিত করব। বাংলায় আমাদের সরকার। বাংলায় আমাদের পুলিশ। বাংলায় আমাদের প্রশাসন। কাশীপুর থানার আইসি আমাদের। কেএলসি থানার আইসি আমাদের। পুলিশ প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব আগামীদিনে।’
ঘটনাচক্রে রবিবার যে মাঠে দাঁড়িয়ে শাসক নেতা এই মন্তব্য করছেন, একইদিনে একই মাঠে একটি সভা করা নিয়ে আইএসএফ-পুলিশ সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে পদ্মপুকুর। আর তারপরই জেলা তৃণমূল যুব সভাপতির এই বক্তব্য নেটমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। দলের জেলা যুব তৃণমূল সভাপতির এহেন মন্তব্যে চরম অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
শাসক নেতার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘এটাই এদের ভাষা। এই পুলিশ যে তৃণমূল হয়ে গেছে, এগুলো তার প্রমাণ। তাই প্রকাশ্যে যুব সভাপতি এই ধরনের কথা বলছেন।’
অস্বস্তির মুখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেছেন, ‘পার্টি পার্টির মতো চলে, প্রশাসন প্রশাসনের মতো চলে। এরা বাচ্চা ছেলে, বোঝে না। যা বলেছে একেবারেই ঠিক বলেনি। এ নিয়ে কথা বলব। প্রশাসন ও পার্টি এক নয়। এক জায়গায় মিশিয়ে দেওয়া যায় না।’
West Bengal News Live: রাজ্যের সব পুরসভার প্রশাসকের অপসারণ দাবি
রাজ্যের সব পুরসভার প্রশাসকের অপসারণ দাবি। অপসারণ দাবি করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। ‘বিধানসভা নির্বাচনের আগে কমিশনের নির্দেশে সরানো হয়েছিল। প্রশাসকের পদ থেকে সরানো হয়েছিল রাজনৈতিক ব্যক্তিদের। স্বচ্ছতার স্বার্থে প্রশাসকের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরানো উচিত। দাবি শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের
WB News Live Updates: প্রশাসকের নামে ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তৃণমূল, দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়কের
প্রশাসকের নামে ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তৃণমূল। দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের
West Bengal News Live: এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও রাজ্য সরকার-রাজভবন সংঘাত
এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও রাজ্য সরকার-রাজভবন সংঘাত। ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডে’র সঙ্গে তুলনা করে রাজ্যপালকে খোঁচা অমিত মিত্রের। যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তার উত্তর কোথায়? সুর চড়ালেন রাজ্যপালও। আর এনিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
WB News Live Updates: হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক
হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এর জন্য প্রস্তুতি শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জোনগুলিকে। হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
West Bengal News Live: পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ স্বামী, অভিযোগে লালবাজার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্ত্রী
পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ স্বামী। এই অভিযোগে লালবাজার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্ত্রী। সরশুনার সরকারহাটের ঘটনা। মহিলার আশঙ্কা, স্বামীকে খুন করে দেহ লোপাট করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার পুলিশের। নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সরশুনা থানার ওসি।