West Bengal News Live Updates: বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখই এ দেশের ভোটার !
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Background
কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার ক্ষমতাই নেই পুলিশের, আক্রমণ সুকান্তর।
IC-কে কুকথা, তাও কেষ্টকে ছাড়, আক্রমণ বিজেপির। পাল্টা তৃণমূল।
IC-কে কদর্য আক্রমণ, কেষ্টর কুকথার প্রতিবাদে হাওড়ার বিক্ষোভ বামেদের। সোমবার বোলপুরে নারী সম্মান যাত্রার ডাক বিজেপির।
বীরভূমের সাসপেন্ডেড TMCP নেতার হুমকিতে পুলিশের 'মর্যাদাহানি', উল্লেখ FIR-এ।
এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। নর্থ পোর্ট থানার এএসআই ও কনস্টেবলের ওপর ছুরি নিয়ে হামলা মত্ত যুবকের। রক্তাক্ত এএসআই, ভর্তি হাসপাতালে।
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ বিজেপির।
ছাব্বিশের আগে ফের অনুপ্রবেশ তরজা।
রাজ্যের আপত্তি উড়িয়ে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনে করতে চায় বিজেপি। আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে। নেপথ্যে দলীয় রাজনীতি, পাল্টা কুণাল।
আর জি করকাণ্ডে ফের বিচার চেয়ে রাজপথে। সোদপুরে অভয়া মঞ্চের ডাকে ন্যায়বিচারের অগ্নিগর্জন যাত্রা। পথ সভা ও প্রতিবাদ কর্মসূচি।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া DA-র ২৫% না মেটালে ফের আন্দোলনের নামার হুঁশিয়ারি সংগ্রামী যৌথমঞ্চের।
আম পাড়ার শাস্তি। কিশোরকে পেরেক লাগানো লাঠি দিয়ে মারধর। মুখে-চোখে ঘুষি। কোন্নগরে নির্যাতনের শিকার নাবালক।
কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন। ভেঙেছে চোখের নীচের হাড়। দাবি আক্রান্তের মায়ের। গুরুতর জখম হয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি নাবালক। অধরা অভিযুক্ত।
উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! মহেশতলা কাণ্ডের ৯ দিন পরও খোঁজ নেই কিশোরের। কোথায় গেল নাবালক? CC ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
ইভেন্টের কাজ করতে বলে বারে নাচতে চাপ। রাজি না হওয়ায় বাড়িতে আটকে রেখে অত্যাচার। পালিয়ে রক্ষা খড়দার তরুণীর। অধরা অভিযুক্তরা। ডোমজুড়ের বাড়িতে পুলিশ।
নবদ্বীপে শ্মশান থেকে সমাধি খুঁড়ে দেহ পাচারের অভিযোগ। ভিডিও ভাইরাল হতেই বসল পাহারা।
শ্মশান থেকে দেহ লোপাটের অভিযোগ। নবদ্বীপে হইচই। পুরসভা জড়িত, অভিযোগ বিজেপির।
উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা। বর্ষা আসতে না আসতেই দিকে দিকে বেহাল পথ। প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাতায়াত।
WB News Live: শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালিতে CBI, সন্দেশখালিকাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান নিল CBI
শুভেন্দুর সফরের দিনই সন্দেশখালিতে CBI, সন্দেশখালিকাণ্ডে বিজেপির মহিলা কর্মীর বয়ান নিল CBI, শাহজাহানের অত্য়াচার নিয়ে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড। 'শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে'। 'আমরা চাই না শাহজাহান জেলের বাইরে বেরোক', CBI-এর কাছে বয়ান রেকর্ড নিয়ে দাবি বিজেপি কর্মীর।
West bengal News Live: কেষ্টকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ
কেষ্টকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। নানুরে আক্রান্ত অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলকর্মী। অনুব্রত ঘনিষ্ঠ ডাব্লু শেখের মাথা মেরে ফাটিয়ে দেওয়া অভিযোগ। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত তৃণমূলকর্মী মঙ্গলকোট প্রাথমিক হাসপাতালে ভর্তি। মাঠে কাজ করার সময় হামলা চালানোর অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে।






















