West Bengal News Live Updates: বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন, হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ
WB News Live Updates: সমস্ত জেলার প্রতি মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Background
তীব্র গরম থেকে প্রবল বৃষ্টি। বিকাশ ভবনের সামনে টানা আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা।
পুলিশের হাতে রক্তাক্ত শিক্ষকরা। তাও নাটক দেখছেন ফিরহাদ।
নাটক বলে আক্রান্ত শিক্ষকদের আক্রমণে ববি, আরও চড়া সুর কুণালের।
পুলিশের মার খেয়েও শাসকের নিশানায় চাকরিহারা শিক্ষকররা।
শিক্ষক নিগ্রহকাণ্ডে পুলিশের তত্ত্ব খারিজ চাকরিহারাদের।
অন্তঃসত্ত্বার পরিবারের সঙ্গে আগেই কথা হয়েছিল। কোন পথে বেরোতে হবে তাও বলে দেওয়া হয়, অডিও রেকর্ডিং প্রকাশ করে দাবি চাকরিহারাদের।
বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন চাকরিহারা শিক্ষিকা।
বাড়িতে প়ড়ে যমজ সন্তান। হকের দাবিতে রাস্তায় মা। বুক ফাটলেও, আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষিকা।
রক্তাক্ত শিক্ষকরা। মাষ্টারমশাই, দিদিমণিদের পাশে পডুয়ারা। বিকাশ ভবনের সামনে অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাস।
চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি। দিকে দিকে প্রতিবাদ। মধ্যমগ্রামে বাম ছাত্র-যুবর মিছিলে উত্তেজনা।
লাঠিচার্জে চাকরিহারা শিক্ষকরা রক্তাক্ত। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিজেপি সাংসদের চিঠি। পুলিশ কেন আক্রান্ত? পাল্টা কুণাল।
৬ সপ্তাহে মেটাতে হবে বকেয়া DA-র ২৫ শতাংশ। অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না কর্মীদের। রাজ্যকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ৪ অগাস্ট পরবর্তী শুনানি।
উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সুদীপ এবার শুধুই চেয়ারম্যান। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের।
২৬-এর আগে বীরভূমে কেষ্টর ক্ষমতা খর্ব। চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই কোর কমিটির বৈঠক ডাকলেন আশিস। মন্তব্যে নারাজ অনুব্রত।
ট্যাংরাকাণ্ডে গ্রেফতার বড় ভাই প্রণয় দে। হাসপাতাল থেকে ছাড়া পেতেই পাকড়াও। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের।
West Bengal News Live: নলবনে হোটেল কর্মীকে খুনের ঘটনার একদিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
নলবনে হোটেল কর্মীকে খুনের ঘটনার একদিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। লেদার কমপ্লেক্স থানা সূত্রে খবর, ধৃতের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল মৃতের স্ত্রীর। অন্যদিকে, নেতাজি নগর থানা এলাকার রানিকুঠিতে সাতসকালে দিঘিতে ভেসে উঠল এক যুবকের দেহ। আত্মহত্যা নাকি সাঁতার না জানায় জলে ডুবে মৃত্যু, খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ।
WB News Live: শুক্রবার থেকে কলেজ স্কোয়ারে ইউনিভার্সিটি ইন্সিটিউট হলের সামনে প্রতিবাদে সামিল ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা
একদিকে হকের চাকরি ফেরাতে বিকাশ ভবনের সামনে আন্দোলনে অনড় হাজার হাজার চাকরিহারারা। অন্যদিকে শুক্রবার থেকে কলেজ স্কোয়ারে ইউনিভার্সিটি ইন্সিটিউট হলের সামনে প্রতিবাদে সামিল ২০২২-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। গতকাল প্রতীকী বেকার মেলার পর আন্দোলনের শেষ দিন রবিবারে মুখে কালি মেখে বিক্ষোভ দেখান তাঁরা।






















