West Bengal News Live : সরকারি জমি দখলের অভিযোগ, ফের গ্রেফতার তৃণমূল নেতা
ভোটে ভরাডুবি নিয়ে এবার বিস্ফোরক দিলীপ। ২১ র মঞ্চে অখিলেশকে সামনে রেখে লড়াইয়ের হুঙ্কার তৃণমূলনেত্রীর। ১০ লক্ষ চাকরি রেডি। আটকাতে মামলা বাম-বিজেপি-কংগ্রেসের। আক্রমণে মমতা।
LIVE
Background
- কোটালের প্রভাবে সমুদ্র উত্তাল। পূর্ব মেদিনীপুরে শঙ্করপুর মোহনার কাছে ভেঙে তলিয়ে গেল মাছ ধরার নৌকা। তবে কোনওমতে রক্ষা পেয়েছেন মৎস্যজীবীরা। ড্রেজিং না হওয়ায় চড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনা বলে দাবি করেছে মৎস্যজীবী সংগঠন। অন্যদিকে, সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
- মালদায় লোকসভা নির্বাচনে খালি হাতে ফিরতে হলেও, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফের ভাল ফলের আশা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। উত্তরপ্রদেশে বিজেপিকে রুখে দেওয়ার জন্য় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের প্রশংসা করলেও, কংগ্রেসের নাম মুখেও আনলেন না।
- মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবেকবান মন্তব্য় নিয়ে তীব্র কটাক্ষ শোনা গেল দিলীপ ঘোষের গলায়।
- ( আরও খবর জানতে চোখ রাখুন ... )
WB News Live : শাসক দলের কোন্দলে উত্তপ্ত পানিহাটি
শাসক দলের কোন্দলে উত্তপ্ত পানিহাটি। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুমিত পালকে মারধরের অভিযোগ। পাল্টা অভিযুক্ত তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর
West Bengal Live News: কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থার অভিযোগ
কলকাতা হাইকোর্টের আইনজীবীকে হেনস্থার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে মারধর, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ আউটপোস্টের ঘটনা। প্রতিবাদে কর্মবিরতির ডাক হাইকোর্টের আইনজীবীদের। অভিযুক্ত পুলিশকর্মীকে ক্লোজ করেছেন ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার।
WB News Live : শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু
শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু । কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল ৯ বছরের বালিকা। অবস্থার অবনতি হওয়ায় শনিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ । পুরসভার ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের ।
West Bengal Live News: ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করল ব্যবসায়ীদের একাংশ
শক্তিগড় ল্যাংচাকাণ্ডে এবার থানায় FIR দায়ের ফুড সেফটি অফিসারের। মূলত ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালানো হয়। এবং কুইণ্টাল কুইণ্টাল ছত্রাক পড়ে যাওয়া ল্যাংচা উদ্ধার করা হয়। যদিও এদিন ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করল ব্যবসায়ীদের একাংশ।
WB News Live : সরকারি জমি দখলের অভিযোগ, ফের গ্রেফতার তৃণমূল নেতা
সরকারি জমি দখলের অভিযোগ, ফের গ্রেফতার তৃণমূল নেতা । গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারি। ধৃত আসরফ আনসারি নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। এই মামলায় আগেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফাঁসানোর অভিযোগ ধৃত তৃণমূল নেতার। এর আগে শিলিগুড়িতে সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল নেতা।