West Bengal News Live : হাসপাতালে ইঁদুর ঘুরে বেড়াত, এখন হয়তো ঘোরে, কিন্তু অনেক কম, বললেন মুখ্যমন্ত্রী
মিছিলের অনুমতি না পেয়ে ফের আদালতে বিজেপি। তমলুকের মামলায় আজ কী নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের?

Background
আজ যে যে খবরে নজর
অবশেষে স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই পদে নিয়োগ করা হল প্রবীরকুমার ঘোষকে। তিনি ছত্তীসগঢ়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর এবং প্রাক্তন উপাচার্য। ২০১৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরে মাসে তাঁর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়। তার পর থেকে আর স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। এবার প্রবীরকুমার ঘোষকে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। যিনি এই বিশ্ববিদ্য়ালয়ের ভিজিটর।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়ায় মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক আত্মীয়।
যাদবপুরে তৃণমূলের শিক্ষাবনধু সমিতির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক পড়ুয়া। প্রতিবাদে যাদবপুর থানার
সামনে অবস্থান-বিক্ষোভ করলেন পড়ুয়ারা। একই মামলায় আরেক ছাত্রকে জামিনে মুক্ত করল আলিপুর এসিজেএম আদালত।
বিধানসভা ভোটের এক বছর আগে থেকে বাংলায় যখন ধর্ম নিয়ে রাজনীতি ক্রমশ মাথাচারা দিয়ে উঠছে, যখন হিন্দুদের ঐক্যবদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির, সেইসময় সংসদে দাঁড়িয়ে বহুত্বের মধ্যে একতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওরা মুখে এক, কাজে আরেক। কটাক্ষ করে বলল তৃণমূল।
WB News Live : জেল থেকে শেখ শাহজানের হুমকি রবীন মন্ডলকে
দমদম সেন্ট্রাল জেল থেকে শেখ শাহজানের হুমকি রবীন মন্ডলকে। অভিযোগ দায়ের নেজাট থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। রবিন মন্ডল সরবেরিয়ার বাসিন্দা।
WB News Live : বারুইপুরে শুভেন্দুর রোড শো, পাল্টা আসরে তৃণমূলও
বারুইপুরে শুভেন্দুর রোড শো, পাল্টা আসরে তৃণমূলও। বিকেল ৩.১৫-য় বিধানসভা থেকে বারুইপুর যাবেন শুভেন্দু । বারুইপুরের রাস মাঠ থেকে এসপি অফিসের সামনে পর্যন্ত মিছিল। ২ কিমি রাস্তা মিছিল করে এসপি অফিসের সামনে শুভেন্দুর সভা






















