Murshidabad Corruption: প্রাক্তন পুরপ্রধানে বিরুদ্ধে ২৭ কোটির দুর্নীতির অভিযোগ! থানায় নালিশ বর্তমান পুরপ্রধানের
West Bengal News: তৃণমূল পরিচালিত পুরসভায় ২০১২ থেকে ২০২২ পর্যন্ত দুর্নীতির অভিযোগ।
রাজীব চৌধুরী, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad Corruption) প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন বর্তমান পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর। মুর্শিদাবাদ পুরসভায় ১০০ কোটির দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রাক্তন পুরপ্রধান-সহ ১২জনের বিরুদ্ধে থানায় নালিশ বর্তমান পুরপ্রধানের।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন আরাবুল বনাম সওকতের দ্বন্দ্বে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। সে নিয়ে শোরগোলের মধ্যেই মুর্শিদাবাদেও সামনে এসে পড়ল শাসকদলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন বর্তমান চেয়ারম্যান। ১০ বছরে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেতা। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ছিলেন বিপ্লব চক্রবর্তী। বর্তমান চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের দাবি, ওই সময়ের মধ্যে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রাথমিক তদন্তে ২৭ কোটি টাকার দুর্নীতিতে সরাসরি প্রাক্তন পুর চেয়ারম্যানের যোগ মিলেছে বলেও দাবি করেন তিনি। তারপরই মুর্শিদাবাদ থানায় বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করেন পুরসভার চেয়ারম্যান। মুর্শিদাবাদ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছাড়াও একাধিক পুর কর্মী ও ঠিকাদার-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর বলেন, "সর্বক্ষেত্রে একটা বেনিয়ম হয়েছে। নির্দেশমতো ৫ জনকে শোকজ করেছি। শোকজ়ের উত্তর পাওয়ার পর দেখা যায় বেনিয়ম হয়েছে। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত একাধিক বেনিয়ম হয়েছে। কিছু ক্ষেত্রে কাজ হয়নি। যাঁরা দায়িত্বে ছিলেন, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করেছেন। আমরা ৫ জনকে সাসপেন্ড করেছি। তাঁরা লিখিত দিয়েছে সংশ্লিষ্ট সময়ে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁরাই এর সঙ্গে যুক্ত।"
বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রণক্ষেত্র ভাঙড়। পতাকা তুলতে গিয়ে নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর। আরাবুলের সঙ্গীর গাড়ি লক্ষ্য করে উড়ে এল কংক্রিটের চাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের সামনেই চলল গুন্ডামি। ছেলেকে নিয়ে গাড়িতে চড়ে কার্যত পালালেন আরাবুল ইসলাম। ভাঙড় ও হাতিশালা থানার পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। জেলমুক্তির পর আরাবুল ইসলাম ফেরার পর থেকেই ভাঙড়ে মাথাচাড়া দিয়েছে তৃণমূলের কোন্দল। বাগ্যুদ্ধ থেকে শুরু করে হাতাহাতি, বাদ যাচ্ছে না কিছুই। এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হাতিশালার ওয়ারি এলাকায় পতাকা তুলতে যান আরাবুল। অশান্তির আঁচ পেয়ে আগে থেকেই মজুত ছিল পুলিশ। তাদের সামনেই আরাবুল ও তাঁর সঙ্গীর গাড়িতে হামলা চলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Doctors Protest: কোন পথে এগোচ্ছে তদন্ত? মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল চিকিৎসকদের