West Bengal News Live : ওড়িশায় খুন মুর্শিদাবাদের শ্রমিক, মুখ্যমন্ত্রী লিখলেন, 'বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না'
WB News Live Updates: সমস্ত জেলার গুরুত্বপূর্ণ সব খবর দেখুন একনজরে।
LIVE

Background
ফের CEO দফতরের তৃণমূলের প্রতিনিধি দল। 'মুখে সময় দিচ্ছে কমিশন, বাস্তবে তা দিচ্ছে না'। 'পর্যাপ্ত সময় না দিয়েই শুনানি কমিশনের'। 'এই SIR-র মূল উদ্দেশ্যেই হল নাম বাদ দিয়ে দাও'। 'নলেজ সার্ভিসের নামে ভোটারদের ডেটা সংগ্রহ'। 'বেসরকারি সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের যোগ'। 'আজ কোথাও BLO-রা গ্রাউন্ডে নেই'। 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে'। 'একজন বয়স্ক মানুষ ৩০ কিমি হেঁটে ফর্ম জমা দিতে যাবেন?'। 'কয়েক হাজার জীবিতকে মৃত দেখানো হয়েছে'।
তৃণমূল সাংসদের পর তৃণমূল বিধায়কের পরিবারকে শুনানিতে ডাক। SIR-শুনানির জন্য ডাক খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের পরিবারকে। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই ও তাঁর স্ত্রীকে শুনানিতে ডাক। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল বিধায়কের। 'কমিশনকে কাজে লাগিয়ে মানসিক হেনস্থার চেষ্টা', অভিযোগ খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের।
বিজেপি নেতাকে আটকের অভিযোগ, নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী। 'বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর ভাইকে থানায় নিয়ে এসেছে পুলিশ'। নোটিস না দিয়ে থানায় তুলে এনেছে পুলিশ, অভিযোগ বিরোধী দলনেতার। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। নতুন সরকার এলে দেখে নেব, নন্দীগ্রাম থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর।
বালুচরী, স্বর্ণচরীর মতো বিষ্ণুপুরের অভিজাত শাড়ির তালিকায় নাম তুলল আদিবাসী সম্প্রদায়ের জনপ্রিয় পাঞ্চি শাড়িও। এবার বিষ্ণুপুর মেলায়, পাঞ্চি শাড়ি পরে র্যাম্পে হাঁটলেন মডেলরা। মডেলদের সঙ্গে রেড কার্পেটে যোগ দিলেন খাদ্য় সরবারহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও।
ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের নতুন শহর কমিটি ঘোষণা হতেই দলের অন্দরে অসন্তোষের অভিযোগ। খোদ মন্ত্রী ঘনিষ্ঠদের মধ্যেই 'আদি-নব্য দ্বন্দ্ব' শুরুর অভিযোগ। দলের একাংশের অভিযোগ, কোনও আলোচনা ছাড়াই এক তরফা মহিলা তৃণমূলের শহর কমিটি ঘোষণা করা হয়েছে।
ফের তৃণমূল সরকারকে আক্রমণ হুমায়ুন কবীরের। 'মুখে মুসলিমদের কথা বললেও সনাতনীদের তোষণ মমতার'। 'সনাতনীদের তোষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ে আমলে RSS-এর বাড়বাড়ন্ত'। 'বাম জমানার শেষের দিকে রাজ্যে RSS-এর ৫৫৮টি শাখা ছিল'। 'মমতার আমলে ১০ হাজারের বেশি RSS-এর শাখা হয়েছে'। 'ওয়াকফ নিয়ে মুসলিমদের সঙ্গে গদ্দারি মুখ্যমন্ত্রীর'। 'হরগোবিন্দ-চন্দন দাসের হত্যার দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী'। 'তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত ও অকর্মণ্য', ছাব্বিশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, হুঙ্কার হুমায়ুন কবীরের। 'ISF ও মিমের সঙ্গে জোট করবে জনতা উন্নয়ন পার্টি'। 'ছাব্বিশের ভোটে আমরা ১৮২ আসনে লড়ব'।
West Bengal News Live: ওড়িশায় খুন মুর্শিদাবাদের শ্রমিক, মুখ্যমন্ত্রী লিখলেন, 'বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না'
ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, সরব মুখ্যমন্ত্রী । 'বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্মম অত্যাচার'। 'অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, সবরকম সাহায্য় করব'। 'যে সব ক্ষেত্রে মৃত্যু হয়েছে, আমরা আর্থিক সাহায্য় করব'। '২৪ ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে'। 'বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ হতে পারে না'। 'সুতি থানায় জিরো FIR দায়ের হয়েছে, ৬ জন গ্রেফতার হয়েছে'। রাজ্য পুলিশের টিম ওড়িশা গিয়েছে, এক্স পোস্ট মুখ্যমন্ত্রীর।
WB News Live Update: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের
BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের। 'BLO অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ নয়'। 'নাম বাদ নিয়ে আপত্তি থাকলে, শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক'। নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। 'BLO অ্যাপে বহু ভোটারকে আনম্যাপড দেখাচ্ছে'। একাধিক জেলা থেকে ভুরি ভুরি অভিযোগ কমিশনে। 'তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা হতে পারে'। 'আনম্যাপড দেখালেই নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়'। 'খসড়া তালিকায় নাম থাকলে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতেই হবে'। নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। 'ভোটারের অধিকার সুরক্ষাই তাদের প্রধান লক্ষ্য'।
'এই বিষয়ে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না'। 'BLO অ্যাপে আপলোড হওয়া তথ্য যেন খসড়া ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে'। ERO ও AERO-দের কড়া নজরদারির নির্দেশ কমিশনের।






















