NIA Raid: শহর থেকে জেলা, মাওবাদী সংক্রান্ত মামলায় অভিযানে NIA
West Bengal News: মাওবাদী সংক্রান্ত মামলায় কলকাতা, আসানসোল, রানাঘাট, ঘোলা সহ বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযানে নামল NIA।
কলকাতা: সাত সকালে কলকাতা ও জেলায় জেলায় এনআইএ অভিযান। মাওবাদী সংক্রান্ত মামলায় তদন্তে এনআইএ। পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা। শিপ্রা চক্রবর্তী ও তাঁর স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, দাবি এনআইএ-র। তল্লাশি চলছে কলকাতার নেতাজিনগর ও কুলটিতে অভিযআনে এনআইএ আধিকারিকরা।
অভিযানে NIA: সাত সকালে শহরে NIA-র অভিযান। মাওবাদী সংক্রান্ত মামলায় কলকাতা, আসানসোল, রানাঘাট, ঘোলা সহ বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযানে নামল NIA। তল্লাশি অভিযানে রাঁচি থেকে NIA-র একাধিক দল, সঙ্গে রয়েছ কলকাতা NIA-র আধিকারিকরাও। উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লিশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে একজনের বাড়িতে NIA আধিকারিকরা। আজ ভোরে NIA-র চারজন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে তল্লাশি অভিযানে আসে। প্রথমে ডাকাডাকি করেও বাড়ির গেট না খোলায়, গেট টপকে বাড়ির ভেতর ঢোকেন NIA-র আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অন্য়দিকে ভোর ৫ টায় কুলটির ডিসেরগড়ে সুদীপ্তা পাল নামে এক মহিলার বাড়িতে NIA এবং STF-র তল্লাশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Doctors Death: দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের