West Bengal: বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা, খুশির হাওয়া এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাসে
Raigunj: নাইট হেরন, ওপেন বিল স্টর্ক, কর্মরেন্ট ও ইগ্রেট এই ৪ প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিরালয়। সেন্সাসের ফলাফল অনুসারে বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই পাখিরালয়ে। সাধারণত প্রতিবছরই মে মাসের শেষের দিকে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই বনবিতানে।
নাইট হেরন, ওপেন বিল স্টর্ক, কর্মরেন্ট ও ইগ্রেট এই ৪ প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি। প্রায় ৬-৭ মাস এখানে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে পাখিরা। তারপর নভেম্বর-ডিসেম্বরে তারা পাড়ি জমায় ভিনদেশে। বছরের পর বছর ধরে এই নিয়মেই আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের। ২০২৩ সালের আগে বিগত ৫ বছরে কুলিক পাখিরালয়ে ক্রমশই পাখির সংখ্যা বেড়েছে। যাকে ঘিরে বেশ উচ্ছ্বসিত পরিবেশপ্রেমী মানুষজন। এক নজরে দেখে নেওয়া যাক বিগত বছরের পাখির পরিসংখ্যান।
২০১৮ সাল
ওপেন বিল স্টক: ৬৭,২৭০
নাইট হেরন: ৯,৯৯০
ইগ্রেট: ১০,৭৪৮
কর্মরেন্ট: ১০,৫৫৪
মোট: ৯৮,৫৬২
২০১৯ সাল
ওপেন বিল স্টক: ৬৫,৮৬৪
নাইট হেরন: ৮,১২৪
ইগ্রেট: ১১,৯৭০
কর্মরেন্ট: ৭,১৩০
মোট: ৯৩,০৮৮
২০২০ সাল
ওপেন বিল স্টক: ৬৮,১৫৯
নাইট হেরন: ৭,৯৫৬
ইগ্রেট: ১৩,০৯৪
কর্মরেন্ট: ১০,৪২২
মোট: ৯৯,৬৩১
২০২১ সাল
ওপেন বিল স্টক: ৭১,৩০২
নাইট হেরন: ৭,৯০৯
ইগ্রেট: ১১,৮৯৭ও
কর্মরেন্ট: ৭,৬৩১
মোট: ৯৮,৭৩৯
২০২২ সাল
ওপেন বিল স্টক: ৬৪,০৫৫
ইগ্রেট: ১৯,৮৪১
নাইট হেরেন: ৮,৯৬৯
কর্মরেন্ট: ৬,৫২৮
মোট: ৯৯,৩৯৩
কিন্তু ২০২৩ সালে হঠাৎ সেই ছন্দে পতন ঘটে।
২০২৩ সাল
ওপেন বিল স্টক: ৩৭,০৪৪
নাইট হেরন: ১১,৪৪৫
ইগ্রেট: ১৯,৭০৩
কর্মরেন্ট: ৯,৯৪৮
মোট: ৭৮,১৪১
এবছরে অবশ্য পাখির সংখ্যা বাড়ল। গত বছরের তুলনায় এ বছরে ১৮,৫৭৮টি পাখির সংখ্যা বেড়েছে। এক নজরে দেখে নেব এবছরের পাখির পরিসংখ্যান:
২০২৪ সাল
ওপেন বিল স্টক: ৭১,০২২
নাইট হেরন: ৩,০২১
ইগ্রেট: ১৬,২৮২
কর্মরেন্ট: ৬,১৪৩
মোট: ৯৬,৭১৯
এবিষয়ে কথা বলেছেন রায়গঞ্জের বিভাগীয় বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা। আগামীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী বিভাগীয় বন আধিকারিক।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।