West Bengal Panchayat Poll News Live : মনোনয়ন পর্বেই বেলাগাম সন্ত্রাস, রাজভবনে খুলছে কন্ট্রোল রুম
আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। দিনভর রাজ্যের কোথায় কী ঘটছে, জেনে নিন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত খবর

Background
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) কেন্দ্রীয় বাহিনী দিয়ে সারা রাজ্যে পঞ্চায়েত ভোটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। আজই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে একদিনের মধ্যে উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনারের (State Election Commission)।
বাংলায় (West Bengal) শান্তিতে মনোনয়ন জমা হয়েছে, অন্য রাজ্যে হয় না। মাত্র ২টি বুথে গন্ডগোলে বাংলাজুড়ে কেন্দ্রীয় বাহিনী। ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে ৩৯ জনের মৃত্যু হয়েছিল, আক্রমণ মমতার।
কত মানুষের মৃত্যু হলে, সেই মনোনয়ন খারাপ লাগবে ? গণতন্ত্রকামী মানুষের কাছে এটা ভয়ঙ্কর পরিবেশ। পাল্টা আক্রমণ নৌশাদের। এনআইএ তদন্তের দাবি।
ভাঙড়ে বেলাগাম সন্ত্রাস, জোড়া খুন। বাতাসে বারুদের গন্ধ, রাস্তায় পড়ে গুলির খোল, উদ্ধার একের পর বোমা। নিষ্ক্রিয় করল পুলিশ।
মনোনয়নে সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে রাজ্যপাল। কথা বললেন বিডিও-সাধারণ মানুষের সঙ্গে। সি ভি আনন্দ বোসের সামনে পড়ে থাকা বোমা সরালেন রাজ্যপালের নিরাপত্তারক্ষী।
যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। শান্তিপূর্ণ ভোটই বাংলাকে ব্যতিক্রমী করে তুলবে। রাজ্যপাল হিসেবে উপযুক্ত ব্যবস্থা নেব। ভাঙড় পরিদর্শনের পর প্রতিক্রিয়া রাজ্যপালের।
রাজভবনে থাকেন, অথচ নজর ভাগাড়ে। রাজ্যপাল না হরিদাস পাল। রাজ্যপালের উস্কানিতে ভাগাড়ে যাত লাশ যাবে, ভূমিকা থাকবে কেন্দ্রীয় বাহিনীর উপরে, দায়িত্ব নিতে হবে। বেনজির আক্রমণ মদনের।
ভাঙড়ের ঘটনা তৃণমূল করেনি। বিজেপির থেকে টাকা নিতে হবে, আর নেতা হতে হবে। মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, একটা এমএলএ হয়ে বড় বড় কথা। নাম না করে নৌশাদকে আক্রমণ মমতার।
সৎ সাহস থাকলে কে টাকা দিয়েছে বলুন ? আমার সঙ্গে দেখা করলে ভাঙড়ের ঘটনা ঘটত না। সুব্রহ্মণ্যম স্বামীকে স্বাগত জানান, নৌশাদে না। কার সঙ্গে বিজেপির যোগ স্পষ্ট, পাল্টা নৌশাদ।
ভাঙড়-বসিরহাটকাণ্ডে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট রাজ্যের তলব হাইকোর্টের। আদালত কোনও রাজনৈতিক দলকে নিয়ে চিন্তা করছে না, মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। উদ্বেগ প্রকাশ বিচারপতি মান্থার।
নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। চোপড়া, কোচবিহার, মালদা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে জয় তৃণমূল প্রার্থীদের। প্রার্থীই দিতে পারল না বিরোধীরা।
মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল, জমা পড়ল ৮২ হাজার ৮২৭টি মনোনয়ন, যা তিনটি স্তর মিলিয়ে ১০ হাজার ২৮০টি বেশি। দ্বিতীয় স্থানে বিজেপি, তৃতীয় সিপিএম।
প্রায় ১০০০০ বেশি মনোনয়ন !
হাইকোর্টের নির্দেশে বসিরহাটে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের। মনোনয়ন সময়সীমা শেষের পরেও কী করে ফের মনোনয়ন ? প্রশ্ন চন্দ্রিমার।
মনোনয়ন পর্বে নবগ্রামে তৃণমূল নেতাকে খুন, অভিযুক্ত কংগ্রেস। গুলিবিদ্ধ কংগ্রেস প্রার্থীর বাবা। গ্রেফতার ২ কংগ্রেস নেতা সহ ৬ জন।
মনোনয়নের পর গ্রামে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীদের হামলা। অন্তর্দ্বন্দ্বে খুন। অভিযোগ অধীরের। শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে পরিকল্পিত খুন, পাল্টা তৃণমূল।
Panchayat Election Live: মনোনয়ন জমা দিতেই 'হুমকি', ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় বিজেপি প্রার্থীদের
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মনোনয়ন জমা দেওয়ার পর ঘরছাড়া উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীরা। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন তাঁরা। তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন ঘরছাড়া বিজেপি প্রার্থীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
Panchayat Poll News : রাজভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
ভোটে সন্ত্রাস, এবার রাজভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। মনোনয়ন পর্বেই বেলাগাম সন্ত্রাস, রাজভবনে খুলছে কন্ট্রোল রুম। ভাঙড়, ক্যানিংয়ের পর কাল মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল। ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পরে খড়গ্রামে নিহত পরিবারের সঙ্গে কথা। খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল: সূত্র। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী। রাজভবনে অভিযোগ জানানো যাবে OSD2w.b.governor@gmail.com।






















