West Bengal Panchayat Election News Live: মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১
Panchayat Election Live : আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। দিনভর রাজ্যের কোথায় কী ঘটছে, জেনে নিন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত খবর

Background
কলকাতা : ভোটের আগেই সন্ত্রাস, বেনজিরভাবে রাজভবনেও ২৪ ঘণ্টার 'কন্ট্রোল রুম। মনোনয়ন পর্বেই বেলাগাম সন্ত্রাস, রাজভবনে খুলছে 'পাবলিক পিস রুম' । ভাঙড়, ক্যানিংয়ের পর আজ মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল । ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পরে খড়গ্রামে নিহত পরিবারের সঙ্গে কথা। খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল: সূত্র। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী। রাজভবনে অভিযোগ জানানো যাবে OSD2w.b.governor@gmail.com । রাজভবনে অভিযোগ জানানো যাবে 03322001641 নম্বরে। ভোটে সন্ত্রাসের অভিযোগ নিতে 'পাবলিক পিস রুম' নামে 'কন্ট্রোল রুম' খুলল রাজভবন। ভাঙড়, ক্যানিংয়ের পরিস্থিতি সরেজমিনের পরই রাজভবনে বেনজিরভাবে খুলল কন্ট্রোল রুম । অভিযোগ পাওয়ার পরেই পাঠানো হবে সরকার, কমিশনের কাছে: রাজভবন সূত্র ।
সন্ত্রাসের অভিযোগ নিতে রাজভবনে কন্ট্রোল রুম, পাল্টা আক্রমণে তৃণমূল। 'এক্তিয়ার পেরিয়ে বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দেওয়ার চেষ্টা'। '৩-৪টি বুথে পরিকল্পিত অশান্তি বাদে গোটা রাজ্য স্বাভাবিক'। 'সাম্প্রতিককালে বিরোধীদের সবচেয়ে বেশি মনোনয়ন'।
'তাও এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজার চেষ্টা'। রাজভবনে কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণে কুণাল ঘোষ।
টানা ১ সপ্তাহ অশান্তির পর, অবশেষে ভাঙড়ে আঁটসাঁট করা হল নিরাপত্তা ব্যবস্থা। শনিবার ভাঙড়ে গেলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অলিতে গলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। বিডিও অফিসের সামনেও অশান্তি রুখতে কড়া প্রহড়া। জমায়েত ঠেকাতে ড্রোনে কড়া নজরদারি প্রশাসনের।
শাসনে ভোটের আগেই তৃণমূলের 'শাসন'! বিষ্ণুপুর মহকুমায় প্রায় ৬৬ শতাংশ গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল ! ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। স্ক্রুটিনি শুরু হতেই একের পর এক জেলায়। সামনে আসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের জয়ের ছবি ! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Panchayat Poll News: মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১
মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার ১। গ্রেফতার কংগ্রেস কর্মী। কালিয়াচকের চামাগ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীর স্বামী আটক। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, পাল্টা অভিযোগ কংগ্রেসের।
Panchayat Election Live: পঞ্চায়েত ভোটে তৃণমূলকে নন্দীগ্রামকে সাফ করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এক তৃতীয়াংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিজেপি! এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যদিও পঞ্চায়েত ভোটে তৃণমূলকে নন্দীগ্রামকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।






















