Manoj Malaviya : রাজ্য পুলিশের ডিজির ফেক ফেসবুক প্রোফাইল খুলে প্রতারণা ! রাজস্থানে গ্রেফতার যুবক
Cyber Crime : বিধাননগর সাইবার ক্রাইম শাখা তদন্তে নেমে জানতে পারে, রাজস্থান থেকে প্রতারণা চক্রটি চালানো হচ্ছে।
রঞ্জিত সাউ, কলকাতা : রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর (West Bengal Police DG Manoj Malaviya) নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল (Fake Facebook Profile) খুলে নিচু তলার অফিসারদের প্রতারণার অভিযোগ। রাজস্থানের আলওয়ার থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা (Bidhannagar Cyber Crime Section)। ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
খোদ রাজ্য় পুলিশের ডিজি মনোজ মালব্যর (Manoj Malaviya) নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে 'প্রতারণা'। নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অসুবিধার কথা জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাজস্থান থেকে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখার জালে প্রতারণা চক্রের এক পাণ্ডা। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখার একজন অফিসারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যাচ্ছে, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নামে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল খোলা হয়। ভুয়ো প্রোফাইল থেকে নিচু তলার অফিসারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্য়াকসেপ্ট করলে মেসেজ করে সমস্য়ার কথা জানিয়ে টাকা চাওয়া হত। অভিযোগ নজরে আসার পর ২৮ অগাস্ট মামলা রুজু করে তদন্তে নামে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা। তদন্তে জানা যায়, রাজস্থান থেকে প্রতারণা চক্রটি চালানো হচ্ছে।
বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের একটি দল রাজস্থানে গিয়ে আলওয়ার থেকে অভিযুক্ত রাহিশ খানকে গ্রেফতার করে। ধৃতকে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ফেসবুকে বিভিন্ন রাজ্য়ের আইপিএস অফিসারদের ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণা করত এই চক্র। চক্রের পিছনে বড় কোনও গ্য়াং রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।