Primary Recruitment: শেষমেশ লড়াইয়ে ইতি, প্রাথমিকের নিয়োগপত্র দেওয়া শুরু পূর্ব বর্ধমানে
East Burdwan: সুপ্রিম কোটের নির্দেশে জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিকে নিয়োগ পত্র দেওয়া শুরু হল পূর্ব র্ধমানে।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জটিলতা কাটিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র (Primary Recruitment) দেওয়া শুরু। ৭৫৯ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু পূর্ব বর্ধমান (East Burdwan)। মঙ্গলবার ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
নিয়োগপত্র দেওয়া শুরু: ২০১৭ সালে ফর্মফিলাপ থেকে শুরু করে ২০২৪। দীর্ঘ ৭ বছর ধরে লড়াইয়ে ইতি। সুপ্রিম কোটের নির্দেশে জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিকে নিয়োগ পত্র দেওয়া শুরু হল পূর্ব বর্ধমানে। মঙ্গলবার ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন ভট্টাচার্য জানান, "সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে জেলায় মোট ৭৫৯ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। গতকাল প্রাথমিকভাবে ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী ৯ ই ফেব্রুয়ারির মধ্যে সকল চাকরিপ্রার্থীর হাতেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে।''
এদিকে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। ২০০৯ সালে দুই ২৪ পরগনা মালদা ও হাওড়া-এই ৪ জেলায়, শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেয় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ২০১১-তে তৃণমূল সরকার আসার পর বাতিল হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। পরবর্তীকালে, মেধাতালিকা অনুযায়ী ৩ জেলার চাকরিপ্রার্থীদের চাকরি হয়। কিন্তু বাদ পড়েন দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। এরপর থেকে নিয়োগের দাবিতে আনদোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
কখনও রাস্তায় পড়ে থেকেছেন, ধর্না দিয়েছেন। কখনও মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি মাথা কামিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা ।শুক্রবার থেকে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের দফতরের সামনে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন প্রাথমিকের এই চাকরিপ্রার্থীরা। এরপরই সোমবার, তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ঘোষণা এবং মঙ্গলবার সেই মতো জেলা সকুল কাউন্সিলের চেয়ারম্য়ান অজিত নায়েক প্য়ানেল প্রকাশ। ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিয়োগপত্র পাওয়ার রাস্তা খুলে যাওয়ায় খুশি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। যদিও, সব দাবিদাওয়া পূরণ না হওয়া অবধি, আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের বাকি দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendrapur School Chaos: নরেন্দ্রপুরকাণ্ডে আগাম জামিনের আবেদন, প্রধান শিক্ষকের আর্জি খারিজ আদালতের