Rampurhat Killings Live : কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের প্রাক্তন এসডিপিওকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ
বগটুইয়ের পশ্চিমপাড়ায় ৮ জনকে জীবন্ত জ্বালিয়ে মারা! সেই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে
LIVE

Background
Rampurhat Violence Live Updates : ৪ ঘণ্টা ধরে রামপুরহাটকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলালের বয়ান রেকর্ড করল সিবিআই
মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে গ্রামের মুখে যান মিহিলাল। সেখান থেকেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে আসতে বলে সিবিআই। চটি পরে আসেননি, কেন্দ্রীয় গোয়েন্দাদের বলেন মিহিলাল: সূত্র, ‘আর বাড়ি যেতে হবে না, কারও থেকে নিয়ে পরে নিন’, মিহিলালকে বলে সিবিআই, ৪ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড।
Rampurhat Violence Live : বগটুই নয়, নাজিমা বিবির শেষকৃত্য হবে পাশের কুমারগ্রামে
বগটুই নয়, নাজিমা বিবির শেষকৃত্য হবে পাশের কুমারগ্রামে। রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডে মৃত বেড়ে ৯, রামপুরহাট হাসপাতালে নাজিমা বিবির মৃত্যু। গতকাল থেকে ভেন্টিলেশনে ছিলেন নাজিমা বিবি।
Rampurhat Violence Live Updates : অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ রাজ্যপালের
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ।
Rampurhat Violence Live : রামপুরহাট কাণ্ডের জের, প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা
রামপুরহাট কাণ্ডের জের, প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা। বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে ফের সওয়াল বিজেপির।
Rampurhat Violence Live Updates : রামপুরহাটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ-বিজেপি
রামপুরহাটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ-বিজেপি। বুধবার বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
