Rampurhat Killings Live : কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের প্রাক্তন এসডিপিওকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ
বগটুইয়ের পশ্চিমপাড়ায় ৮ জনকে জীবন্ত জ্বালিয়ে মারা! সেই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে
LIVE
Background
কলকাতা : তিন দফায় বগটুইকাণ্ডে (Bogtui ) ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে (Anarul Hossain ) ৮ ঘণ্টা জেরা করল সিবিআই (CBI) । এক তৃণমূল (TMC) কর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হয়। বয়ান রেকর্ডের জন্য কাল নিহতের আত্মীয় মিহিলাল শেখকে ডাকল সিবিআই। এদিকে বানিরুল শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছে শাবল ও হাঁসুয়া।
রামপুরহাটকাণ্ডের (Rampurhat) তদন্তে এবার মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। গতকালই তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলাল দাবি করেন, রাতে সিবিআইয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানান, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন। এরপর সিবিআইয়ের গোয়েন্দারা বাতাসপুরে গিয়ে মিহিলালকে গাড়িতে তুলে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।
' আমাকে বলির পাঁঠা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবে যুক্ত নই। বাড়িতে ছিলাম। ঘটনার পর খবর পাই।' রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের জেরায় দাবি ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনের। এ কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা। খবর সিবিআই সূত্রে। এছাড়া, আজ সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। রামপুরহাটকাণ্ডের প্রত্যক্ষদর্শী কারা? খুঁজছে সিবিআই।
রামপুরহাটকাণ্ডে হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজেমা বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। বাকি তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে।
Rampurhat Violence Live Updates : ৪ ঘণ্টা ধরে রামপুরহাটকাণ্ডে নিহতদের আত্মীয় মিহিলালের বয়ান রেকর্ড করল সিবিআই
মিহিলাল না আসায় বাতাসপুরের দিকে রওনা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দেখা করতে গ্রামের মুখে যান মিহিলাল। সেখান থেকেই অস্থায়ী ক্যাম্পে মিহিলালকে আসতে বলে সিবিআই। চটি পরে আসেননি, কেন্দ্রীয় গোয়েন্দাদের বলেন মিহিলাল: সূত্র, ‘আর বাড়ি যেতে হবে না, কারও থেকে নিয়ে পরে নিন’, মিহিলালকে বলে সিবিআই, ৪ ঘণ্টা ধরে বয়ান রেকর্ড।
Rampurhat Violence Live : বগটুই নয়, নাজিমা বিবির শেষকৃত্য হবে পাশের কুমারগ্রামে
বগটুই নয়, নাজিমা বিবির শেষকৃত্য হবে পাশের কুমারগ্রামে। রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডে মৃত বেড়ে ৯, রামপুরহাট হাসপাতালে নাজিমা বিবির মৃত্যু। গতকাল থেকে ভেন্টিলেশনে ছিলেন নাজিমা বিবি।
Rampurhat Violence Live Updates : অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ রাজ্যপালের
রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। অমিত শাহের বাসভবনে গিয়ে সাক্ষাৎ।
Rampurhat Violence Live : রামপুরহাট কাণ্ডের জের, প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা
রামপুরহাট কাণ্ডের জের, প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাবেন বিজেপি সাংসদরা। বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে ফের সওয়াল বিজেপির।
Rampurhat Violence Live Updates : রামপুরহাটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ-বিজেপি
রামপুরহাটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ-বিজেপি। বুধবার বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।