Saltlake Death News: 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে' অভিযোগ মৃত যুবকের ঠাকুমার
West Bengal News: চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের।
পার্থপ্রতিম ঘোষ, সল্টলেক: সল্টলেকে (Saltlake Death News) স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুনের অভিযোগ। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে।' চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের।
পিটিয়ে খুনের অভিযোগ: সূত্রের খবর, সম্প্রতি স্থানীয় ফল ব্যবসায়ী তপন সরকারে ছেলের একটি মোবাইল ফোন চুরি যায়। ঘটনায় প্রসেন মণ্ডলকে সন্দেহ করা হয়। স্থানীয়দের দাবি, শনিবার ভোরে প্রসেনকে দেখতে পেয়েই ফল বিক্রেতা, তাঁর ছেলে ও এক বন্ধু বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থাতেও, নিয়ে যাওয়া হয়নি হাসপাতালে। দীর্ঘক্ষণ পর যখন নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সব শেষ। মহিষবাথানের পোলেরআইটের বাসিন্দা মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের অভিযোগ, "রাতভর নাতিকে রাস্তায় স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে। আটকাতে যাওয়ায় আমাকেও মারধরের হুমকি দেয় ওরা।'' চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি করেন বৃদ্ধা। তাঁর দাবি, নাতি চুরি করলে পুলিশের হাতে তুলে দিতে বলেছিলেন। কথা শোনেনি অভিযুক্তরা। বছর ২৬-এর প্রসেনকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর করা হয় বলে ঠাকুমার অভিযোগ। খবর পেয়ে ভোরে মামা গিয়েছিলেন ভাগ্নেকে বাঁচাতে। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে, এনআরএস মেডিক্য়াল কলেজের হস্টেলে হাওড়ার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক কোরপান শাহের মৃত্যুর ঘটনা।স২০১৪ সালের ১৬ নভেম্বর কোরপানকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা যায়, পিলারের সঙ্গে বেঁধে, টানা দু’ঘণ্টা বাঁশ এবং কাঠের পায়া দিয়ে কোরপানকে মারধর করা হয়। মানসিক ভারসাম্য়হীন ওই যুবককে মারধর করেন মোট ১১ জন। যাঁদের অধিকাংশই ডাক্তারির তৃতীয় বর্ষের ছাত্র এবং ইন্টার্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Siliguri News: বেআইনি নির্মাণের অভিযোগ তুলতেই হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পুলিশ-কর্তার