West Bengal School Reopen: অবিলম্বে চালু হোক প্রাথমিকের ক্লাস, চুঁচুড়ায় বিক্ষোভ অভিভাবকদের
West Bengal School Reopen: এখনও শুরু হয়নি প্রাথমিকের ক্লাস। আর এই নিয়েই জোড়া বিক্ষোভ হুগলির চুঁচুড়ায়। বৃহস্পতিবার, চুঁচুড়ায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: বাড়ি থেকে অনেক দূরে হচ্ছে পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhalay) কর্মসূচি। তাই অবিলম্বে চালু করা হোক প্রাথমিকের ক্লাস (Primary Class)। এই দাবিতে চুঁচুড়ায় (Chinsurah) বিক্ষোভ অভিভাবকদের। একই দাবিতে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠনেরও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
২২ মাস পর স্কুল খুললেও এখনও শুরু হয়নি প্রাথমিকের ক্লাস। আর এই নিয়েই জোড়া বিক্ষোভ হুগলির চুঁচুড়ায়। বৃহস্পতিবার, চুঁচুড়ায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রাথমিকের ক্লাস শুরু না হলেও ইতিমধ্যে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। বিক্ষোভকারীদের অভিযোগ, যেখানে পাড়ায় শিক্ষালয় হচ্ছে, তা বাড়ি থেকে অনেক দূরে। তাই স্কুলেই পঠন পাঠন শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা। বিক্ষোভকারী এক অভিভাবক বলেন, যেখানে পাড়ায় শিক্ষালয় হচ্ছে সেটা অনেক দূর। তার থেকে স্কুল অনেক কাছে। স্কুল খোলা হোক। সেখানেই বাচ্চাদের পাঠাব।
অন্যদিকে, এদিনই প্রাথমিকে স্কুল খোলার দাবিতে চুঁচুড়া লঞ্চঘাট থেকে জেলা পরিদর্শকের অফিস পর্যন্ত মিছিল করেন বাম শিক্ষক সংগঠন ABPTA। প্রাথমিকে স্কুল খোলার দাবিতে DI অফিসের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। পরে জেলা পরিদর্শককে স্মারকলিপি দেওয়া হয়।
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হল শিক্ষা প্রতিষ্ঠান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজ থেকে রাজ্যে খুলেছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস। কিন্তু এখনই প্রাক প্রাথমিক, প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হচ্ছে না শ্রেণিকক্ষের পঠনপাঠন। পরিবর্তে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। খোলা আকাশের ক্লাস করতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন: Bakultal News: রাত থেকে নিখোঁজ, সকালে খালপাড় থেকে উদ্ধার নাবালকের রক্তাক্ত দেহ