WB School Summer Vacation: রাজ্যে বাড়ল গরমের ছুটি, কবে থেকে স্কুলে যাবে পড়ুয়ারা?
School Reopen: নির্ধারিত সময়ের আগেই এবার গরমের ছুটি পড়েছে রাজ্যের স্কুলগুলিতে। ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে।

কলকাতা: রাজ্যে বাড়ল গরমের ছুটি। এবার এপ্রিল মাস থেকে শুরু হয়েছে গরমের ছুটি। এবার সেই ছুটি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। গরমের ছুটি শেষে ২ জুন ফের খুলবে স্কুল। নির্দেশিকা জারি করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
নির্ধারিত সময়ের আগেই এবার গরমের ছুটি পড়েছে রাজ্যের স্কুলগুলিতে। ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যে সরকারি স্কুলগুলির ছুটি ৩১ মে পর্যন্ত বাড়ানো হল। এই তালিকায় দার্জিলিং এবং কালিম্পঙের স্কুলও রয়েছে। ২ জুন সোমবার স্কুল খুলবে।
দিনকয়েক আগে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য় সরকারের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি শুরু হয়েছে। আমি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও অনুরোধ করব। এই জন্য কোনও লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন থাকবে। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল যেগুলি রয়েছে.. কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তী থেকে যদি করে দেন ভাল হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকে পড়াশোনা করুক।''






















